বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে রোহিত শর্মা, মহম্মদ সামিদের নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে রয়েছে বিরাটের টিম ইন্ডিয়া। সেই কারণে সেখানে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করে শ্রীলঙ্কা সফরে পাঠাচ্ছে বিসিসিআই। ধাওয়ানের নেতৃত্বাধীন এই ভারতীয় দলকে “দ্বিতীয় সারির দল” বলে কটাক্ষ করেছিলেন শ্রীলংকার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা।
এবার অর্জুন রণতুঙ্গাকে সেই কটাক্ষের উপযুক্ত জবাব দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। শ্রীলঙ্কা ক্রিকেট দলের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে অর্জুন রণতুঙ্গাকে একহাত নিলেন আকাশ চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আফগানিস্তানের প্রসঙ্গ টেনে অর্জুন রণতুঙ্গাকে তুলোধনা করলেন আকাশ চোপড়া। আকাশ চোপড়া বললেন, “সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু আফগানিস্তান দলকে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে না কারণ তারা এমনিতেই র্যাঙ্কিংয়ের এর প্রথম 12 তে চলে এসেছে। অপরদিকে আপনার দেশ অর্থাৎ শ্রীলঙ্কা যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলে নিজেদের প্রমাণ করে তবেই বিশ্বকাপের মূলপর্বে যেতে পারবে। তাই বিপক্ষ দলের বিরুদ্ধে কিছু বলার আগে একটু ভেবে বলবেন।”
এছাড়াও আকাশ চোপড়া বলেন বিরাট, রোহিত নেই বলে এই দল মোটেও আমাদের দ্বিতীয় সারির দল নয়। এই দলের সব ক্রিকেটাররা মিলে ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে 471 টি ম্যাচ খেলে ফেলেছে। দেখব আপনার দেশ কেমন দল নির্বাচন করে।