বাংলা হান্ট ডেস্কঃ বিরাট কোহলির অধিনায়কত্বে আইসিসির বড় বড় টুর্নামেন্ট গুলির খুব কাছে গিয়েও ট্রফি অধরা রয়ে যাচ্ছে ভারতের। 2015 বিশ্বকাপের সেমি ফাইনাল, 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, 2019 বিশ্বকাপের সেমি ফাইনাল, এবার 2021 আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি ফাইনাল বিরাট কোহলি অধিনায়কত্বে বারবার হারতে হচ্ছে ভারতকে।
ভারতের এই বারবার বড় মঞ্চে হারের পর ভারতীয় ক্রিকেট প্রেমীরা খুব মিস করছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2011 সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। ধোনি ভারতকে এতগুলো ট্রফি চ্যাম্পিয়ন করলেও বারবার কেন বড় মঞ্চে গিয়ে হারছে বিরাটের দল? এই নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন, ” ধোনি এমন একজন অধিনায়ক ছিলেন যার অধিনায়কত্বে কোন ক্রিকেটারই নিরাপত্তাহীনতায় ভুগতেন না। ধোনি টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যত একই একাদশ নিয়ে খেলতেন। খুব বড় সমস্যায় না পড়লে ধোনি তার প্রথম একাদশে বদল আনতেন না। এটাই হলো সবচেয়ে শক্তিশালী পয়েন্ট। এর ফলে কোন ক্রিকেটার নিরাপত্তাহীনতায় ভুগতেন না, একটা ম্যাচে রান না করেলেও পরের ম্যাচে তারা রান করে সেটা পুষিয়ে দিতেন। আর এটাতেই বাজিমাত করেন ধোনি।”