গাভাস্কারকে পাল্টা দিয়ে আখতার! দাবি করলেন গতবছর লাহোরে তুষারপাত হয়েছিল।

প্রাপ্তন পাক পেসার শোয়েব আখতার কয়েক দিন আগে একটি টক শো তে এসে দাবি রেখেছিল যে, এই মুহূর্তে করোনার জন্য যে ক্ষতি হচ্ছে ভারত এবং পাকিস্তান দুই দেশের সেই ক্ষতির হাত থেকে এই দুই দেশকে রক্ষা করার জন্য ভারত বনাম পাকিস্তান দ্বিপক্ষীক সিরিজ করা হোক। সেই সিরিজ থেকে যে অর্থ উপার্জন হবে সেটা দুই দেশকে ভাগ করে দেওয়া হবে, সেই অর্থ দুই দেশের সরকার করোনা মোকাবিলায় কাজে লাগাবে। আখতারের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছিলেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব। এছাড়াও আখতারের সেই প্রস্তাবকে ভালো ভাবে নেন নি প্রাপ্তন ভারত ওপেনার সুনীল গাভাস্কার।

এই প্রসঙ্গ টেনে সুনীল গাভাস্কার বলেন, ‘ভবিষ্যতে হয়তো লাহোরে তুষারপাত হতে পারে, কিন্তু এই মুহূর্তে ভারত- পাক সিরিজ অনুষ্ঠিত হওয়া অসম্ভব। ভারত এবং পাকিস্তান আইসিসির কোনো ইভেন্ট কিংবা বিশ্বকাপে হয়তো মুখোমুখি হবে তবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া অসম্ভব।

16322594946618d93b98da08f850a6a1aeb5db83e3bf13ab473cac0d3419954837941f704

গাভাস্কারের সেই বক্তব্যের পাল্টা জবাব দিলেন পাক পেসার শোয়েব আখতার। আখতার বললেন, ‘বাহ সানি ভাই, গতবছর আমাদের দেশে অর্থাৎ লাহোরে তুষারপাত হয়েছিল। সুতরাং এখন কোনো কিছুই আর অসম্ভব নয়।’ অর্থাৎ ভারত বনাম পাক সিরিজও যে অসম্ভব নয় সেটাই বোঝাতে চাইলেন আখতার।

Udayan Biswas

সম্পর্কিত খবর