জামিয়া সংক্রান্ত টুইটে লাইক অক্ষয় কুমারের, ভুলবশত হওয়ায় চাইলেন ক্ষমা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পরেই প্রতিবাদে সরব হয়ে ওঠে গোটা দেশ। বিক্ষোভ শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ‍্যে রবিবার দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ‍্যালয়ের পড়ুয়াদের ওপর পুলিসের লাঠিচার্জের ঘটনা যেন ঐই বিক্ষোভের আগুনে ঘি ঢালে। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।
এমতাবস্থায় জামিয়া মিলিয়ার পড়ুয়াদের ব‍্যঙ্গ করে একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে ‘লাইক’ করে বসেন অক্ষয় কুমার। এরপরেই তাঁকে নিয়ে শুরু হয় জোর তরজা। এমন একটা ভিডিয়োতে কীভাবে লাইক করলেন উঠতে থাকে সেই প্রশ্নও। এমনকি অক্ষয়কে বয়কটের ডাকও ওঠে নেটদুনিয়ায়। ‘বয়কট কানাডিয়ান অক্ষয়’ বলে অভিনেতার লাইক করা ওই ভিডিয়ো ট্রেন্ডিং হতে শুরু করে টুইটারে।


বেগতিক দেখে অবশেষে মুখ খোলেন আক্কি। তিনি জানান, সোশ‍্যাল মিডিয়ায় ঘোরাফেরা করার সময় ভুলবশত লাইক টা পড়ে গিয়ে থাকবে। কিন্তু যখনই তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে আনলাইক করেছেন ভিডিয়োটিকে। এই ধরনের
বিষয়কে তিনি কখনও সমর্থন করতে পারেন না। সম্প্রতি অক্ষয়ের বিরুদ্ধে নেটিজেনদের ক্ষোভকে সমর্থন জানিয়েছেন পরিচালক অনুরাগ কাশ‍্যপ।

 

প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয় জামিয়া মিলিয়াতে। পুলিস সেই বিক্ষোভে লাঠিচার্জ করে ও টিয়ার গ‍্যাস ফাটায়। জামিয়া মিলিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে জে এন ইউয়ের পড়ুয়ারাও। রবিবার রাতেই দিল্লি পুলীসের সদর দফতর ঘেরাও কর্মসূচী চালায় তারা।

X