নিজের অর্ধেক বয়সের সারাকে প্রকাশ‍্য রাস্তাতেই কোলে তুলে জড়িয়ে ধরলেন, ভাইরাল অক্ষয়-সারার গোপন ভিডিও!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগে প্রকাশ‍্যে এসেছে সারা আলি খানের (sara ali khan) আগামী ছবি ‘কুলি নং ওয়ান’ এর ট্রেলার। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন ধামাকা। সোশ‍্যাল মিডিয়ায় ফাঁস সারি আলি খানের একটি ভিডিও (video) যেখানে তাঁকে কোলে তুলে প্রকাশ‍্য রাস্তায় জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে (akshay kumar)।

না না চমকাবেন না, আসলে এটা সারার আরো একটি আসন্ন ছবির শুটিং সেট থেকে ফাঁস হওয়া ভিডিও। চলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন সারা। সঙ্গে রয়েছেন ধনুষও। ছবির নাম ‘অতরঙ্গি রে’ (atrangi re)।


ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় প্রকাশ‍্য রাস্তায় সারাকে হঠাৎ কোলে তুলে জড়িয়ে ধরেন অক্ষয়। এই ভিডিওই এখন তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। অপরদিকে আক্কি নিজেও শুটিং সেট থেকে কিছু ছবি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। সেই সব ছবিও ভাইরাল হয়েছে।

https://www.instagram.com/p/CIXXdsKHO8N/?igshid=x6av9bbxtdot

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই এই ছবির ঘোষনা করেন সারা। তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায় অক্ষয় ও ধনুষের মাঝে রয়েছেন তিনি। দুজনে দুদিক থেকে তাঁর গালে চুম্বন এঁকে দিচ্ছেন। এই ভাবেই আগামী ছবির ঘোষনা করেন সইফ কন্যা। আগামী বছর ভ‍্যালেন্টাইনস ডে তে মুক্তি পাবে সারা, অক্ষয় ও ধনুষ অভিনীত ‘অতরঙ্গি রে’। পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ এল রাই।

X