‘কানাডা কুমার’ তকমা ঘুচল, স্বাধীনতা দিবসের দিনেই পাকাপাকি ভাবে ভারতীয় হলেন অক্ষয় কুমার!

বাংলাহান্ট ডেস্ক: ৭৭ তম স্বাধীনতা দিবসের (Independence Day) দিনেই সুখবর পেলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এতদিন ধরে কানাডার নাগরিকত্বের জন্য কম অপমানিত হতে হয়নি তাঁকে। উঠতে বসতে শুনতে হয়েছে ‘কানাডা কুমার’ কটাক্ষ। এবার থেকে আর কোনো সমালোচনার অবকাশ রাখলেন না অক্ষয়। স্বাধীনতা দিবসের দিনেই তিনি পেয়ে গেলেন ভারতীয় নাগরিকত্ব।

ভারতে থাকা এবং কাজ করা সত্ত্বেও কানাডার নাগরিকত্ব থাকায় দিনের পর দিন ধরে সমালোচনা, টিটকিরি সহ্য করেছেন অক্ষয়। দেশের সবথেকে বেশি আয়করদাতা হয়েও নিজের দেশের প্রতি তাঁর ভালবাসা নিয়ে উঠেছে প্রশ্ন। একবার বিষয়টা নিয়ে ক্ষোভ, অভিমানও প্রকাশ করেছিলেন অভিনেতা।

Akshay Kumar got his indian citizenship

ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার খবর তিনি আগেই জানিয়েছিলেন। অবশেষে মঙ্গলবার, ১৫ অগাস্ট বড় ঘোষণা করলেন অক্ষয়। হাতে রেজিস্ট্রেশনের নথিপত্র নিয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘হৃদয় এবং নাগরিকত্ব, দুটোই হিন্দুস্তানি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! জয় হিন্দ!’

আরও পড়ুন: এইভাবে ধরে রেখেছিস আদৃতকে! বিনা ব্লাউজে ছবি শেয়ার করতেই কুৎসিত আক্রমণ কৌশাম্বীকে

এর আগে এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, ‘ভারত আমার কাছে সবকিছু। আমি যা কিছু পেয়েছি, যা কিছু অর্জন করেছি সব এখান থেকেই। আর আমি ভাগ্যবান যে আমি ফেরতও দিতে পারছি। কিন্তু মানুষ যখন না জেনে কথা বলে তখনি খারাপ লাগে।’

আরও পড়ুন: সাড়ে আট বছরের গোপন সম্পর্ক পেল পরিণতি, বিয়ে সারলেন জনপ্রিয় অভিনেত্রী! পাত্রকে চেনেন?

কানাডার পাসপোর্ট কীভাবে পেলেন সেকথা আগেও জানিয়েছেন অক্ষয়। তিনি বলেন, নব্বইয়ের দশকে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তাঁর কেরিয়ার। এক নাগাড়ে ১৫ টি ছবি ফ্লপ হয়েছিল তাঁর। চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি। তখনি কানাডাবাসী এক বন্ধু অক্ষয়কে পরামর্শ দেন, ও দেশে চলে যেতে। তখনি কানাডার পাসপোর্ট বানিয়েছিলেন তিনি।

অক্ষয় জানান, তাঁর দুটো ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। ভাগ্যক্রমে দুটো ছবিই হিট হয়ে যায়। তখন আবার ওই বন্ধুই অক্ষয়কে বলেন, দেশে ফিরে যেতে। অক্ষয় ভারতে ফিরে আসেন, পরপর সিনেমার প্রস্তাবও পেতে শুরু করেন। এসবের মধ্যে তিনি ভুলেই গিয়েছিলেন কানাডার পাসপোর্টের কথা। অবশেষে পুরোপুরি ভাবে ভারতীয় নাগরিক হয়ে উঠলেন অক্ষয় কুমার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর