মেয়েরা কুড়িতেই বুড়ি, তাই ৫৪ বছর বয়সী অক্ষয় রোম‍্যান্স করছেন ২৪-র মানুষীর সঙ্গে! ক্ষুব্ধ নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পঞ্চাশের কোঠায় থাকা নায়ক রোম‍্যান্স করছেন বিশের কোঠায় থাকা নায়িকার সঙ্গে। এ দৃশ‍্য বলিউডে আকছার দেখা যায়। শাহরুখ খান, সলমন খান, অজয় দেবগণ সহ প্রথম সারির একাধিক অভিনেতাকে দেখা গিয়েছে এমনটা করতে। কিন্তু এখন সময় বদলাচ্ছে। বলিউডের এমন কিছু ধ‍্যান ধারনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে দর্শকরা। তাদেরই সমালোচনার মুখে পড়লেন অক্ষয় কুমার (akshay kumar)।

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের আগামী ছবি ‘পৃথ্বীরাজ’ এর টিজার ভিডিও। তাঁর বিপরীতে দেখা গিয়েছে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী মানুষী চিল্লারকে (manushi chillar)। টিজার ভিডিও দেখেই ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ‌। ৫৪ বছর বয়সী অক্ষয় কিনা কিনা ২৪ এর মানুষীর সঙ্গে রোম‍্যান্স করছেন! এমনটা হতে দিল কেন পরিচালক প্রযোজকরা?


ছবির নির্মাতাদের বিরুদ্ধে উড়ে এসেছে একের পর এক সমালোচনার তীর। নায়ক নায়িকার মধ‍্যে বয়সের ৩০ বছরের! এসব বিষয়কে বলিউড এখনো সমর্থন করছে কীভাবে সেই প্রশ্নই তুলেছে নেটনাগরিকরা। অনেকে অক্ষয়ের কানাডার পাসপোর্ট নিয়েও কটাক্ষ করেছেন।

একজন আবার লিখেছেন, ‘পৃথ্বীরাজ চৌহান ৪৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। আর যে অভিনেতা তাঁর চরিত্রে অভিনয় করছেন তাঁর বয়স ৫৪ বছর। দুর্ভাগ‍্যবশত বলিউডে ৫০ বছরের নীচে কোনো অভিনেতা নেই। আবার, সংযুক্তা যিনি হয়েছেন মিস চিল্লার, তাঁর বয়স ২৪। আরেকটা দুর্ভাগ‍্য, ৫০ এর কোনো নায়িকা নেই। তাই বাচ্চাটাকেই পাঠানো হল।’

এর আগে বলিউডের এই বয়সের পার্থক‍্য নিয়ে একাধিক অভিনেত্রী মুখ খুলেছেন। প্রবীণ অভিনেতাদের বিপরীতে তরুণী অভিনেত্রীদের কাস্ট করা যেতে পারে কিন্তু প্রবীণ অভিনেত্রীদের বিপরীতে কোনো তরুণ অভিনেতাকে জুটি বাঁধতে দেখা যায় না। এ নিয়ে সোচ্চার হয়েছিলেন নীনা গুপ্তা, দিয়া মির্জারা। ‘বধাই হো’ এর আগে নীনার মতো অভিনেত্রীকেও কাজ চাইতে হয়েছিল।

দিয়ার মতে, তারুণ‍্য দিয়েই সৌন্দর্যের মাপকাঠি নির্ধারণ করা হয়। আর বয়স্ক অভিনেতারা এখনো জনপ্রিয় হলেও অভিনেত্রীদের মুখে বা শরীরে একটু বয়সের ছাপ পড়লেই কটাক্ষ সইতে হয় তাদের। তবে এখনো কিছু পরিচালক আছেন যারা বয়স না দেখে প্রতিভার কথা মাথায় রেখেই কাজ দেন। ভবিষ‍্যতে বলিউড যাতে এই ধরনের বিষয়গুলিকে কাটিয়ে উঠতে পারে সেটাই কামনা করেন দিয়া।

সম্পর্কিত খবর

X