ক্ষমাপ্রার্থী, তুমুল ট্রোল হওয়ার পর তড়িঘড়ি পান মশলার বিজ্ঞাপন ছাড়লেন অক্ষয় কুমার

বাংলাহান্ট ডেস্ক: বেনজির ভাবে ট্রোল হওয়ার পর শেষমেষ পান মশলা প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ালেন অক্ষয় কুমার (Akshay Kumar)। অনুরাগীদের কাছে ক্ষমা প্রার্থনা করে তিনি জানান, পান মশলা সংস্থার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডরের পদ তিনি ছেড়ে দিয়েছেন। সোশ‍্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এই ঘোষনা করেছেন অক্ষয়।

অতি সম্প্রতি জানা গিয়েছিল, একটি নামী পান মশলা প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি সাক্ষর হয়েছে অক্ষয়ের। সংস্থার এলাচ জাতীয় পণ‍্যের বিজ্ঞাপন তিনি করবেন বলে শোনা গিয়েছিল। বিজ্ঞাপনে শাহরুখ ও অজয়ের সঙ্গে দেখা গিয়েছিল অক্ষয়কেও। উল্লেখ‍্য, এই সংস্থাটি তামাকজাত পণ‍্যও বিক্রি করে। এর আগেও শাহরুখ খান, অজয় দেবগণকে দেখা গিয়েছিল এই ধরনের বিজ্ঞাপনে।

Akshay Kumar ram mandir
কিন্তু অক্ষয় অনুরাগীরা এতে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। লাগাতার সমালোচনা শোনার পর শেষমেষ সংস্থার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর এর পদ ছেড়ে দেওয়ার ঘোষনা করেন আক্কি। সোশ‍্যাল মিডিয়ায় একটি বড়সড় বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন অভিনেতা।

তিনি লিখেছেন, ‘আমি দুঃখিত। আমার সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্খীদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। গত কয়েকদিন ধরে সবার প্রতিক্রিয়া আমার মনে গভীর প্রভাব ফেলেছে। আমি কখনোই তামাক সেবনকে সমর্থন করিনি আর করবও না। কিন্তু এই সংস্থার সঙ্গে আমার যুক্ত হওয়া নিয়ে সবাই যে প্রতিক্রিয়া দিয়েছে সেটাকে আমি সম্মান করি। আর তাই পদটা ছেড়ে দিচ্ছি।’

https://www.instagram.com/p/CclbEC2hPC0/?igshid=YmMyMTA2M2Y=

অবশ‍্য অক্ষয় সাফাই দিয়ে বলেছেন, তিনি ভেবেছিলেন যে বিজ্ঞাপন থেকে যে অর্থটা আসবে সেটাকে একটা ভাল উদ্দেশে কাজে লাগাবেন। তবে তিনি ব্র‍্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছেড়ে দিলেও আইনি চুক্তি মতো বিজ্ঞাপনগুলো চলতে থাকবে আপাতত। ভবিষ‍্যৎ সিদ্ধান্তগুলি নেওয়ার সময়ে তিনি ভাবনা চিন্তা করে নেবেন বলে জানিয়েছেন অক্ষয়।

Niranjana Nag

সম্পর্কিত খবর