‘সূর্যবংশী’তে অক্ষয়ের সঙ্গে করেছিলেন অভিনয়, সংসার চালাতে এখন সবজি বিক্রি করছেন এই অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমারের (akshay kumar) সঙ্গে ‘সূর্যবংশী’ (sooryavanshi) ছবিতে অভিনয় করেছিলেন। এখন পেটের দায়ে রাস্তার ধারে সবজি বিক্রি করতে হচ্ছে কার্তিকা সাহুকে (kartika sahoo)। দীর্ঘ লকডাউনের ফলে বিনোদন জগতে তালা লাগায় চলে গিয়েছে কাজ। বাধ‍্য হয়ে সংসার চালানোর জন‍্য সবজি বিক্রির কাজকেই বেছে নিতে হয়েছে অক্ষয়ের সহ অভিনেতাকে।
জানা গিয়েছে, জয়পুরে সূর্যবংশীর অ্যাকশন দৃশ‍্যের শুটিং শেষ হওয়ার পরপর লকডাউনের আগেই নিজের রাজ‍্য ওড়িশা ফিরে আসেন কার্তিকা। তারপর থেকে চার মাস সঞ্চিত অর্থ দিয়েই সংসার চালাচ্ছিলেন তিনি। কিন্তু পরিবারের এক সদস‍্যের অসুস্থতায় ও জীবিকার অভাবে টান পড়ে সেই সঞ্চিত অর্থে। ভুবনেশ্বরেও কাজ খুঁজতে যান কার্তিকা। না পেয়ে শেষে সবজি বিক্রির কাজই শুরু করেন তিনি।

akshay kumar
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, মাত্র ১৭ বছর বয়সে সিনেমায় অভিনয় করার স্বপ্ন নিয়ে মুম্বই চলে আসেন কার্তিকা সাহু। অমিতাভ বচ্চন ও সচিন তেন্ডুলকরের দেহরক্ষীর কাজও করেছেন তিনি। তারপর ২০১৮ থেকে ধীরে ধীরে ভাগ‍্যের চাকা ঘুরতে শুরু করে তাঁর। কয়েকটি ছবিতে অ্যাকশন দৃশ‍্যে অভিনয় করার পর সুযোগ আসে অক্ষয়ের সঙ্গে সূর্যবংশী ছবিতে অভিনয়ের। কিন্তু তাতেও আর্থিক সমস‍্যা মিটল না কার্তিকার।

https://www.instagram.com/p/CDIjzHFJdUC/?igshid=1w2xmmpl70bwq

প্রসঙ্গত, গত মার্চ মাস থেকেই করোনা ভাইরাসের দাপট দেখে চলেছে গোটা বিশ্ববাসী। মাত্র একটি আণুবীক্ষণিক ভাইরাস যে গোটা মনুষ‍্যকুলকে এমন নাজেহাল করতে পারে তা ২০২০র আগে।সম্ভবত কেউই ভাবতে পারেনি। লক্ষ লক্ষ মৃত‍্যুর সঙ্গে অবনতির দিকে বেশ কয়েকটি দেশের অর্থনীতি।
গত চার মাস ধরে করোনার সঙ্গে চলছে লড়াই। গোটা বিশ্ব চলে গিয়েছে লকডাউনের আওতায়। এখন অবশ‍্য কয়েকটি দেশ করোনা মুক্তির পথে হাঁটতে শুরু করেছে। ভারতেও ধাপে ধাপে উঠছে লকডাউন। ধীরে ধীরে ছন্দে ফিরছে মানুষের জীবন। লকডাউনে যাদের কাজ বন্ধ ছিল তাদের কিছু সংখ‍্যক নতুন করে জীবিকা শুরু করেছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর