বাংলাহান্ট ডেস্কঃ ভারতের গোয়ান্দা দফতরকে ঘোল খাওয়াতে এক নয়া পন্থা বের করল আতঙ্কবাদী সংগঠন। সীমান্ত এলাকায় নিজেদের দৌরাত্ম্য এবং সেইসঙ্গে জঙ্গি প্রশিক্ষণ জারি রাখতে এই নয়া পন্থা বের করল জঙ্গি সংগঠন। বদলে দেওয়া হল লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর নাম।
সূত্রের খবর, পাক অধীকৃত কাশ্মীরে আতঙ্কবাদীদের প্রশিক্ষণ দেওয়ার সংস্থা লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের নাম বদলে দিল জঙ্গি সংগঠন। জানা গিয়েছে, লস্কর-ই-তৈবার ছদ্ম নাম রাখা হয়েছে আল বুরক এবং জইশ-ই-মহম্মদের ছদ্ম নাম দেওয়া হয়েছে আল উমার মুজাহিদীন। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক চাপ এড়াতেই এমন পথ ধরেছে পাকিস্তান।
এরই মধ্যে কাশ্মীর ইস্যুতে এক নতুন ভিডিও পেশ করেছে আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। যেখানে সরাসরি সংঘর্ষ ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গিরা।
আল কায়েদার মিডিয়া উইং আস সাহাব দ্বারা প্রকাশিত এই ভিডিওর শুরুতে আল-কায়েদা প্রধান আল-জাওয়াহিরের একটি বিবৃতি রয়েছে। সেই ভিডিওতে ৫ জন সশস্ত্র সন্ত্রাসীকেও দেখা যায়। আবার তাঁদের মধ্যে একজন বলেন, ‘আমার নাম মীর মহিবুল্লাহ। আমার বোঝাপড়া কাশ্মীরের সঙ্গে রয়েছে’।
জঙ্গিদের প্রকাশিত এই ভিডিওতে ভারত সরকারের বিরুদ্ধে সংঘর্ষের ঘোষণা করা হয়েছে। জাকির মুসার কথাও স্মরণ করা হয়েছে এই ভিডিওতে। গোয়ান্দা দফতর এই ভিডিওর বিষয়ে জানিয়েছে, ‘এই ভিডিও আলকায়দা জঙ্গিরা প্রকাশ করলেও, এই ভিডিওর পেছনের মাথা রয়েছে পাকিস্তানের। আর এই ভিডিওর মধ্যে দিয়ে পাকিস্তানের তরুণদের উস্কানোর চেষ্টা করা হচ্ছে।
প্রায় ১ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিওতে আবার বাবরি মসজিদ ধ্বংসের কথাও উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে সতর্ক করা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলিকেও।