বাংলা হান্ট ডেস্ক: ভারতে (India) সুরাপ্রেমীর সংখ্যা বিশ্বের যে কোন দেশের চেয়ে বেশি। জনসংখ্যা বেশি হওয়ার কারণে চাহিদাও বেশি হয়। বিশেষ করে উৎসবের আবহে দেশে প্রায় প্রতিবছরই মদের (Liquor) চাহিদা বৃদ্ধি পেয়ে থাকে। তবে এবার সুরাপ্রেমীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ পুজার আগেই মদের দাম (Liquor Price Is Getting Higher) বাড়ানোর সিদ্ধান্ত নিল আবগারি দফতর।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে মদ আমদানি এবং রপ্তানি দুটোই ব্যাপক হারে হয়ে থাকে। কারণ দেশের মোট রাজস্বের একটা বড় অঙ্ক আসে এই মদ বিক্রি থেকেই। যার কারণে বিভিন্ন রাজ্য প্রায়শই মদের দাম বাড়ায়। আর এবার পুজোর আগে এই রাজ্যেও বেশ ভালোই বাড়তে চলেছে মদের দাম।
গত শুক্রবারই নবনির্বাচিত কর্ণাটক সরকার ২০২৩-২০২৪ এর বাজেট পেশ করেছে। এইদিন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার তরফ থেকে বয়ান এসেছে, আবগারি দফতরের নয়া নিয়ম অনুযায়ী ভারতে তৈরি বিদেশি মদের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ। বিয়ারের দামও বাড়বে বলে খবর। উল্লেখ্য, এর আগেও কর্ণাটকে IMFL (Indian Made Foreign Liquor)-এর দাম ভারতের অধিকাংশ জায়গা থেকে অনেকটাই বেশি ছিল।
এরপর একথা বলাই বাহুল্য যে আবগারি দফতরের এই সিদ্ধান্তের পর দেশের মধ্যে মদের দাম সবচেয়ে বেশি হতে চলেছে কর্ণাটকে। এই বক্তব্যের পুষ্টি করা হয়েছে লিকার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিজ (CIABC) এবং ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র (ISWAI) তরফ থেকেও।
এই প্রসঙ্গে কনফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিজ (CIABC)-র ডিরেক্টর বিনোদ গিরি তার বয়ানে বলেন, “কর্নাটকে ভোক্তাদের জন্য মদের দাম ইতিমধ্যেই অনেক বেশি রয়েছে। আমি মনে করি এই দাম আরও বৃদ্ধি, মদ বিক্রিকে ব্যাপকভাবে আঘাত করতে চলেছে। আমাদের আশঙ্কা যে এই ট্যাক্স বৃদ্ধি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সমস্যা করবে।”
এদিকে ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ISWAI)-র সিইও নীতা কাপুর মদের দাম কমানোর আবেদন জানিয়ে বলেছেন, “এমআরপির ৮০ শতাংশে রাজ্যের ভাগ প্রিমিয়াম ব্র্যান্ডগুলির বৃদ্ধিকে সীমাবদ্ধ করবে। এই পদক্ষেপের ফলে কর্ণাটকে প্রিমিয়ামাইজেশন আরও হ্রাস পাবে এবং লোকেরা প্রতিবেশী রাজ্যগুলি থেকে মদ কিনবে।”