রাজ্য সরকারগুলিকে লাভবান করছে মদপ্রেমীরা, প্রথম দিনেই ৪৫ কোটি টাকার মদ বিক্রি কর্নাটকে

বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাস করোনার জেরে দেশজুড়ে লকডাউন চলছে। আর এই লকডাউনের জেরে প্রায় সবই বন্ধ ছিল। বন্ধ ছিল মদের দোকানও। সুরাপ্রেমীরা খুবই অসুবিধার সম্মুখীন হয়। কিন্তু প্রায় ৪০ দিন পর মদের দোকান খুলল দেশের অধিকাংশ রাজ্যে (State) ৷ দোকান খোলার আগে থেকে লম্বা লাইন সর্বত্র ৷ ভোর রাত থেকেই লাইনে সুরাপ্রেমীরা ৷

tww

শাটার উঠতেই কোথাও কোথাও তো শুরু হয়ে গেল বাজি ফাটিয়ে বিজয় উৎসব ৷ রাজ্য নির্বিশেষে বেশিরভাগ জায়গায় একই চিত্র ৷ প্রথমদিনেই বিক্রি ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড ৷ কয়েকঘণ্টার মধ্যেই ৪৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে কর্ণাটকে ৷ এমনটাই জানিয়েছে এক্সসাইজ ডিপার্টমেন্ট (Excise Department)৷

liquor 1 1 j

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী গ্রিন, অরেঞ্জ ও রেড- সব জোনেই খোলা যাবে ‘স্ট্যান্ড অ্যালোন’ মানে একমুখী কাউন্টারের মদের দোকান খোলা যাবে৷ তবে কনটেন্টমেন্ট জোনে কোনও মদের দোকান খোলা যাবে না।

lockdown 2222

এছাড়া কোনও শপিং মলের কোনও মদের কাউন্টার, পাব বা রেস্তোরাঁয় মদ বিক্রি করা যাবে না ৷ মদ কিনে বাড়ি চলে যেতে হবে৷ বাইরে কোথাও খাওয়া যাবে না ৷ তবে মদ কেনাবেচার সময় মানতে হবে সামাজিক দূরত্ব ৷


সম্পর্কিত খবর