বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনে এই মুহূর্তের সবথেকে ‘হট জুটি’ হলেন আলিয়া ভাট (alia bhatt) ও রণবীর কাপুর (ranbir kapoor)। অনুরাগীরা তাঁদের শখ করে নাম দিয়েছে ‘রণলিয়া’। এহেন ‘রণলিয়া’ জুটির বিয়ে নিয়ে প্রায়ই নানা গুঞ্জন শোনা যায় বলিউডের অলিতে গলিতে।
অনেকের মতে আগামী বছর নাকি গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন আলিয়া-রণবীর। আবার অনেকে বলছেন, এত তাড়াতাড়ি নাকি মোটেই বিয়ে করার পাত্রপাত্রী নন তাঁরা। এদিকে আলিয়া ও রণবীরও মুখে কুলুপ এঁটেছেন। তবে সম্প্রতি শোনা গিয়েছে বিয়ে সামনেই। এমনকি ঠিক হয়ে গিয়েছে বিয়ের স্থানও।
জানা গিয়েছে, করোনার প্রকোপ কমলে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া রণবীর। ডিসেম্বরের ১২ তারিখেই চার হাত এক হতে চলেছে দুজনের। তবে হালের ‘ডেস্টিনেশন ওয়েডিং’ ট্রেন্ডে গা ভাসানোর সুযোগ মিলবে না রণবীর আলিয়ার। সারা বিশ্বে করোনার বাড়াবাড়ির জন্য বিদেশ পাড়ি দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে।
জানা গিয়েছে, মুম্বইতেই বসতে চলেছে রণলিয়া জুটির রাজকীয় বিয়ের আসর। এর আগেই অবশ্য আলিয়া ঠিক করে ফেলেছিলেন তাঁর স্বপ্নের বিয়ের ডেস্টিনেশন। বিয়ের জন্য কাশ্মীরকেই পছন্দ করেছিলেন দুজনে। ‘রাজি’ ছবির শ্যুটিংয়ের জন্য বেশ কিছুদিন ভূস্বর্গে কাটিয়েছিলেন আলিয়া ভাট। তখনই কাশ্মীরের প্রেমে পড়ে যান তিনি। সিদ্ধান্ত নেন বিয়ে করলে কাশ্মীরেই করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই পরিকল্পনা আপাতত মুলতুবি রেখেছেন তিনি।
দু পরিবারের তরফেই ডিসেম্বরের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল আগেই। এখন করোনার জন্য প্রস্তুতিতে কিছুটা ভাঁটা পড়লেও বন্ধ হয়নি তোড়জোড়। প্রয়াত ঋষি কাপুরেরও রণবীরের বিয়ে নিয়ে উৎসাহের কমতি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ছেলের বিয়ে দেখে যেতে পারলেন না তিনি।
অপরদিকে শোনা যাচ্ছে রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোন এই বিয়েতে উপস্থিত থাকার কথা বললেও আগ্রহী নন অভিনেতার আরেক প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এর আগে এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছিলেন, রণবীর আলিয়া এবং অর্জুন মালাইকার বিয়ে এক দিনে হলে অর্জুনের বিয়েতেই যাবেন তিনি। কারন অর্জুন ক্যাটরিনার ভাইয়ের মতো।
‘আই-প্যাক অসৎ, টাকা নিয়ে..,’ এ বার ফুঁসে উঠলেন কল্যাণ, একি ফাঁস করলেন!