রণবীরের জন্মদিনে নিজের হাতে বানালেন তাঁর পছন্দের কেক

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ৩৭-এ পা দিলেন রণবীর কাপুর এই শনিবার। ২৮ সেপ্টেম্বর ছিল রণবীর কাপুরের জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে রণবীরের বাড়িতে সারপ্রাইজ পার্টির আয়োজন করেন নীতু কাপুর ও আলিয়া ভাট। আমন্ত্রিত ছিলেন বি-টাউনের অনেকেই। জমিয়ে চলে সেলিব্রেশন। সেই সমস্ত ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। আর এই সব মুহুর্তের মধ্যে একটি ভিডিও প্রকাশে আসে যা নজর কেরেছে সবার।

রণবীরের জন্মদিন উপলক্ষে তাঁর পছন্দের কেক টাও নিজের হাতেই বানিয়ে ফেলেন আলিয়া। কলা ও চকোলেট দিয়ে তৈরি হয় এই বিশেষ সুগার ফ্রি কেক। আলিয়ার নিজের হাতে কেক বানানোর সময় বিশেষ ভিডিয়ো সোস্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিও টি প্রকাশ্যে আসার পর থেকেই ভাইরাল হয়ে পরে। নজর কেড়েছে নেটিজেনদের।

https://www.instagram.com/p/B29Fktjh9ld/?utm_source=ig_web_copy_link

এদিকে এই ভিডিয়ো দেখে নেটিজেনদের অনেকেই আলিয়াকে ‘পারফেক্ট গার্লফ্রেন্ড’ -এর তকমা দিয়েছেন। এদিকে আলিয়া-রণবীরের ভক্তরা আপাতত তাঁদের প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তির অপেক্ষায় রয়েছেন।

X