প্রেগনেন্সি লুকিয়ে বিয়ে করেছিলেন? তুমুল কটুক্তির উত্তরে অবশেষে মুখ খুললেন আলিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এপ্রিলে বিয়ে, জুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষনা। আলিয়া ভাটের (Alia Bhatt) কাণ্ডে ছিছিক্কার পড়ে গিয়েছিল নেটপাড়ায়। বিয়ের মাত্র দু মাসের মাথায় গর্ভবতী হয়ে মুখরোচক গসিপের যোগান দিয়েছিলেন আলিয়া। না চাইতেও কটুক্তি, সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে। এমনকি তাঁকে এও শুনতে হয়েছিল, রণবীর কাপুরের সঙ্গে বিয়েটা টিকিয়ে রাখার জন‍্যই তড়িঘড়ি গর্ভবতী হয়ে পড়েছেন তিনি।

তবে আলিয়া কিন্তু থেমে নেই। গর্ভবতী অবস্থাতেই হলিউড ডেবিউ ছবির শুটিং সেরেছেন। দেশে ফিরে বিশ্রাম নেওয়া তো দূর, উল্টে নিজের প্রথম প্রযোজিত ছবি ‘ডার্লিংস’ এর প্রচারে বেরিয়ে পড়েছেন। আর প্রচার করতে বেরিয়েও নিজের জীবনের সবথেকে বড় ঘোষনা সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যেতে পারেননি আলিয়া।


অন্তঃসত্ত্বা হওয়ার পর চতুর্দিক থেকে ট্রোলের বাণে বেঁধা হয়েছিল অভিনেত্রীকে। তবে আলিয়া স্পষ্ট জানান, তিনি ট্রোলকে বিশেষ পাত্তা দিতে রাজি নন। একজন মহিলা যাই করুক না কেন সেটা নিয়েই খবর হয়ে যায়। তিনি মা হওয়ার সিদ্ধান্ত নিন, নতুন করে কারোর প্রেমে পড়ুন, ক্রিকেট ম‍্যাচ দেখতে যান বা কোথাও ঘুরতে যান, সবার নজর সবসময় মহিলাদের পছন্দের উপরেই থাকে।

এত কম বয়সে মা হওয়ার মতো ‘ভুল’ কেন করলেন? এমন প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছিল আলিয়াকে। নিন্দুকদের উদ্দেশে তাঁর উত্তর, তিনি খুব ভাল ভাবেই জানেন ব‍্যক্তিগত আর পেশাগত জীবনে কীভাবে সমতা বজায় রাখতে হয়। জীবনে সুন্দর সুন্দর ব‍্যাপারগুলো হঠাৎ করেই ঘটে যায়। কেউ পরিকল্পনা করে করেনা।

ট্রোল হচ্ছে ঠিকই, তবে অনেকেই তাঁর সমর্থনেও মুখ খুলছে। জীবনে বদল আসছে, আর সেটা নিয়েই খুশি আলিয়া। সপ্তাহ খানেক আগে হলিউড ছবির শুটিং সেরে দেশে ফিরেছেন তিনি। বিমানবন্দরে বউয়ের অপেক্ষায় ছিলেন রণবীর। এই মুহূর্তে ‘ডার্লিংস’ এর প্রচারে ব‍্যস্ত আলিয়া। এরপর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিও মুক্তি পাবে আলিয়া রণবীর জুটির।

X