বাংলাহান্ট ডেস্ক: ‘আর আর আর’ (RRR) ছবিতে মাত্র কয়েক মিনিটের চরিত্র। বলিউড ডিভা আলিয়া ভাটকে (Alia Bhatt) এমন ভাবেই দেখা গিয়েছে এস এস রাজামৌলির (SS Rajamouli) চরিত্রে। বিষয়টা চোখে লেগেছিল বলিউডের দর্শকদেরও। বিশেষ করে যখন দক্ষিণ ভারতের বাইরে আর আর আর এর প্রচারের সিংহভাগ দায়িত্বটাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আলিয়া।
সেখানে এতটুকু সময়ের জন্য নিজেকে পর্দায় দেখে নাকি বেশ ক্ষুন্নই হয়েছিলেন অভিনেত্রী। আর তাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আর আর আর সংক্রান্ত সমস্ত পোস্ট তিনি মুছে ফেলেছেন, শোনা গিয়েছিল এমনটাই। এমনকি ছবির দ্বিতীয় বারের প্রচারেও আর দেখা যাচ্ছে না আলিয়াকে।
গত দুদিন ধরে বলিপাড়ায় কান পাতলেই এমন কানাঘুঁষো শোনা যাচ্ছে। সত্য মিথ্যা প্রমাণ করতে এবার নিজেই হাল ধরলেন পর্দার সীতা। একটি বড়সড় বার্তায় তিনি লিখেছেন, ‘হাওয়ায় কিছু খবর ভাসছে যে আর আর আর টিমের সঙ্গে আমার মনোমালিন্যের জেরে আমি ছবির পোস্ট গুলি মুছে ফেলেছি।’ অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানান, তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখে মনগড়া কাহিনি না বানাতে। কারণ তিনি সবসময় পুরনো ভিডিওগুলির জায়গা পরিবর্তন করে হ্যান্ডেলটাকে নতুন করে সাজান যাতে বেশি ঘিঞ্জি না লাগে।
আলিয়ার ভাষায়, ‘আর আর আর জগতের একটি অংশ হতে পেরে আমি চির কৃতজ্ঞ। সীতা চরিত্রটি করতে আমার ভাল লেগেছে, রাজামৌলি স্যারের পরিচালনায় অভিনয় করতে পেরে আমার ভাল লেগেছে, তারক আর চরণের সঙ্গে কাজ করতে পেরে আমার ভাল লেগেছে। এই ছবির সঙ্গে জড়িত অভিজ্ঞতার সবকিছু আমার ভাল লেগেছে।’
আলিয়া আরো লিখেছেন, ‘একটাই কারণে আমি এত কৈফিয়ত দিচ্ছি কারণ রাজামৌলি স্যার আর গোটা টিম অনেক বছর ধরে পরিশ্রম করে এই ছবিটা তৈরি করেছেন। আর আমি কোনো মতেই কোনো ভুয়ো খবর ছবিটির উপরে প্রভাব ফেলতে দেব না।’
আগে শোনা গিয়েছিল, ছবিতে অত্যন্ত ছোট চরিত্র দেওয়াতেই পরিচালকের উপরে চটে রয়েছেন আলিয়া। প্রায় ১০-১২ মিনিট স্ক্রিন টাইম পেয়েছিলেন তিনি। সংলাপও বেশ কম ছিল।
শেষমেষ এত কম স্ক্রিন টাইম দেখেই নাকি ক্ষেপে গিয়েছেন আলিয়া। সোশ্যাল মিডিয়াতেও আনফলো করে দিয়েছেন পরিচালক রাজামৌলিকে। এমনকি একত্রে সমস্ত ছবিও মুছে ফেলেছেন। সূত্রের খবর, এত কম সময়ের জন্য ছবিতে অভিনয় করানোর জন্য নাকি রাজামৌলির উপরে অসন্তুষ্ট ছিলেন তিনি প্রথম থেকেই।