বিয়ের ২ বছর পর বড় সিদ্ধান্ত আলিয়ার! এবার দাম্পত্য জীবন নিয়ে নিলেন এই আইনি পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। সুন্দরী এই অভিনেত্রী এখন কাপুর পরিবারের পুত্রবধূ। সেই সাথে তিনি এক সন্তানের মা-ও। ২০২২ সাল নাগাদ  বেশ ঘরোয়া ভাবেই  রণবীর কাপুরের (Ranbir Kapooor) সাথে বিয়ে সেরেছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। ওই বছরেই মেয়ে রাহা (Raha) আসে অভিনেত্রীর কোল আলো করে। বিয়ের পরেই আলিয়ার (Alia Bhatt) নামের পাশে জুড়ে যায় কাপুর পদবী। যদিও সে কথা এতদিন প্রকাশ্যে আনেননি আলিয়া।

বিয়ের ২ বছর পর বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া (Alia Bhatt)

তবে সম্প্রতি কাপিল শর্মার কমেডি শো-তে এসে নিজেই একথা ফাঁস করেছেন অভিনেত্রী। তাই খাতায়-কলমে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এখন আলিয়া ভাট কাপুর। তবে আলিয়াই প্রথম নয়, ইতিপূর্বে বলিউডের বহু অভিনেত্রী নিজেদের নামের পাশে তাঁদের স্বামীর পদবী জুড়েছেন। তাঁদের মধ্যে অন্যতম করিনা কাপুর খান, ঐশ্বর্য রাই বচ্চন প্রমুখ। মেয়ে রাহা হওয়ার পরেও কিন্তু অভিনয় বন্ধ করেননি আলিয়া। এই মুহূর্তে রণবীর  আলিয়া দুজনেই ঘর সংসারের পাশাপাশি একই সাথে চুটিয়ে করছেন অভিনয়।

তবে সেইসাথে একমাত্র মেয়ে রাহাই এখন তাঁদের জীবনের ধ্যান-জ্ঞান। কিছুদিন আগেই মেয়েকে নিয়ে প্রথম প্রথমবার আউটডোর শুটিংয়ে গিয়েছিলেন আলিয়া। প্রসঙ্গত সামনেই মুক্তি পেতে চলেছে আলিয়ার আসন্ন নতুন সিনেমা ‘জিগরা’। এই সিনেমার প্রচারেই অভিনেত্রী এসেছিলেন দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো-এর সিজেন-২ তে। সেখানেই আলিয়া প্রথম নিজেকে পরিচয় দেন আলিয়া ভাট কাপুর বলে।

আরও পড়ুন : ৩ মাসেই সফর শেষ, দেবচন্দ্রিমার হিন্দি মেগার! মনখারাপ করে সোশ্যাল মিডিয়ায় কি লিখলেন ‘দিয়া’?

শো হোস্ট সুনীল সিং গ্রোভারের সাথে কথোপকথনের মাঝেই এদিন  অভিনেত্রী জানান অফিশিয়ালি কাগজে-কলমে তিনি নিজের নামের পাশে তিনি যোগ করেছেন কাপুর পদবী। আর এদিন বিয়ের দু বছর পর আলিয়া প্রথম  নিজের নামের পাশে কাপুর পদবী যোগ করার কথা ঘোষণা করলেন জনসমক্ষে। বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অফ দ্যা ইয়ার সিনেমা দিয়েই বলিউডের প্রথম ডেবিউ হয়েছিল আলিয়ার।

Alia 1

এই সিনেমায় আলিয়ার অভিনয় অতটা প্রশংসা না পেলেও দ্বিতীয় সিনেমা ‘হাইওয়ে’ দিয়েই  নিজের অভিনয়ের জাত চিনিয়েছিলেন আলিয়া। দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিকবার আলিয়ার  বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। কিন্তু বারবার নিজের নিখুঁত অভিনয় দিয়েই এই বলিউড ডিভা চুপ করিয়ে দিয়েছেন নিন্দুকদের। প্রসঙ্গত আসন্ন সিনেমা ‘জিগরা’তে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন বেদাঙ্গ রায়না।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর