দু হাতে কামাচ্ছেন কোটি কোটি টাকা, প্রথম ছবিতে কত পারিশ্রমিক পেয়েছিলেন আলিয়া?

বাংলাহান্ট ডেস্ক: সোনার চামচ মুখে নিয়ে জন্ম। বলিউডের স্টার কিড আলিয়া ভাটের (Alia Bhatt) বলিউডে অভিষেকও হয়েছিল রাজকীয় ভাবে। করন জোহরের ছবিতে অভিনয় প্রায় সব নবাগত অভিনেতা অভিনেত্রীরই স্বপ্ন থাকে। সেখানে আলিয়া প্রথম অভিনয়ে পা রেখেছিলেন করনের হাত ধরে।

‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার’ ছবির শানায়া, আলিয়ার বাস্তবের সঙ্গেও অনেকটা মিল ছিল চরিত্রের। কিন্তু ছবি জনপ্রিয় হলেও ব‍্যবসা একেবারেই ভাল করতে পারেনি স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার। আলিয়ার পাশাপাশি বরুন ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রারও ওটাই ছিল প্রথম ছবি। কিন্তু কেউ ভাবতে পারেননি আলিয়া আদৌ ওই ছবির পর প্রতিষ্ঠিত হতে পারবেন।

Alia bhatt 1
কিন্তু সকলকে ভুল প্রমাণ করে বলিউডের অন‍্যতম সফল অভিনেত্রী হয়ে ওঠেন তিনি। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’তে আলিয়ার অভিনয় চমকে দিয়েছিল সকলকে। বলিউডের অভিনেত্রীদের মধ‍্যে আলিয়া এখন অন‍্যতম যিনি সবথেকে বেশি পারিশ্রমিক নেন। কিন্তু প্রথম ছবির জন‍্য কত টাকা পেয়েছিলেন তিনি? অঙ্কটা শুনলে চমকে যাবেন!

মহেশ ভাটের মেয়ে হয়েও শানায়া চরিত্রটির জন‍্য অডিশন দিয়ে সুযোগ পেয়েছিলেন আলিয়া। প্রথম ছবির জন‍্য কোটি কোটি টাকা পাননি তিনি। বরং পেয়েছিলেন মোটে ১৫ লক্ষ টাকা। সেটাও নিজের কাছে রাখেননি তিনি। সোজা গিয়ে তুলে দিয়েছিলেন মা সোনি রাজদানের হাতে। বলেছিলেন, টাকাটা তিনিই সামলান।

আলিয়া জানান, এখনো পর্যন্ত তাঁর টাকা পয়সা তাঁর মা-ই সামলান। সেগুলো কোন কোন কাজে ব‍্যবহার করা হয় না হয় সে খবর তিনি রাখেন না। তবে প্রচুর টাকা রোজগার করলেও টাকা খরচ করতে বিশেষ পছন্দ করেন না আলিয়া।

আগামীতে বেশ কয়েকটি ছবি রয়েছে অভিনেত্রীর হাতে। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী মাসে। সদ‍্য হলিউড ডেবিউ প্রোজেক্টের শুটিং সেরে দেশে ফিরেছেন। এখন কিছুদিন বিরতিতে থাকবেন তিনি। সম্ভবত সন্তানের জন্ম দিয়ে তারপরেই আবার কাজে ফিরবেন আলিয়া। রকি অউর রানি কি প্রেম কাহানির শুটিং কিছুটা বাকি রয়েছে, সেটা সারবেন বলে খবর।

Niranjana Nag

সম্পর্কিত খবর