প্রিয়াঙ্কা দীপিকার পর এবার আলিয়া, দেখা যাবে বিশেষ এই অনুষ্ঠানে

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়টা বেশ ভালই কাটছে বলিউড (Bollywood) অভিনেত্রী আলিয়া ভাটের (Alia Bhatt)। ২০২২ সালের শুরুতেই তিনি সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে। ওই বছরই ঘর আলো করে আসে কন্যা সন্তান রাহা। এসবের মাঝেই হলিউড জগতেও ডেবিও করে ফেলেছেন জনপ্রিয় পরিচালক মহেশ ভাটের কন্যা। আর এবার সাফল্যের আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর এবার মেট গালা ইভেন্টে এন্ট্রি নিতে চলেছেন আলিয়া। সূত্র মারফত জানা যাচ্ছে, শনিবার মুম্বাই ছেড়ে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। মেয়েকে রেখে গেছেন স্বামীর দায়িত্বে। তবে প্রিয় পোষ্য এডওয়ার্ডকে তিনি সঙ্গে নিয়ে গেছেন বলেই সুত্র মারফত জানা যাচ্ছে।

Alia Bhatt

প্রতিবছরই মেট গালা ইভেন্টের মঞ্চে দেখা যায় বলি কুইন প্রিয়াঙ্কা চোপড়াকে। তাঁর গ্ল্যামারাস লুক প্রতি বছর নজর কারে হাজার হাজার ভক্তদের। তবে এবার কেবলমাত্র প্রিয়াঙ্কা নয়, একই মঞ্চে থাকবেন বলিউডের আর এক অভিনেত্রী আলিয়া ভাট। মেট গালা ইভেন্টের মঞ্চে প্রথমবার প্রিয় অভিনেত্রীকে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

সোমবার অর্থাৎ ১ মে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে এই মেট গালা ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। ২০১৭ সালে প্রথম এই ইভেন্টে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২৩ সালে বলিউডের আর এক কুইন সঙ্গী হতে চলেছেন সিটাডল অভিনেত্রীর।

Alia Bhatt

উল্লেখ্য, ফারহান আখতারের পরিচালনায় খুব শীঘ্রই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘জি লে জারা’। এই ছবিতে একসঙ্গে জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা ক্যাফ। অন্যদিকে হলিউড তারকা গাল গ্যাডোটের সঙ্গে ‘হার্ট অফ স্টোন’-ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। আর এসবের মাঝে এল অন্য আর এক সুখবর।

additiya

সম্পর্কিত খবর