বাংলা হান্ট ডেস্ক : আবারও কমল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। তবে খুব অল্পই নেমেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পক্ষ থেকে জানানো হয়েছে ২৪ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই। তারপর থেকেই উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেঔ তাপমাত্রার বৃদ্ধি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ১৯.৬°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৫০%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫১%
আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সকালে কুয়াশা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশাও দেখা দিতে পারে। এরই সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে ঘন কুয়াশা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।
আগামী শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্দের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তব, তারপরের তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আগামীকালের আবহাওয়া : আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ২৪ ডিসেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগের ওপরে বয়ে আসবে। এই জলীয়বাষ্পই বড়দিন অর্থাৎ ক্রিসমাসের তাপমাত্রার পারদ বৃদ্ধি করব বাড়বে।