বাংলাহান্ট ডেস্ক : আইআইটি (জ্যাম, কেমিস্ট্রি) এন্ট্রান্সে দেশের মধ্যে ৪০তম র্যাংক করলেন আলিপুরদুয়ার জেলার রাঙ্গালিবাজনার দলদলির বাসিন্দা বিদ্যাসাগর রায়। কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তরে পড়াশুনা করার প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন ১৩৩৯৭ জন। এদের মধ্যে ৪০ নম্বরে রয়েছেন বিদ্যাসাগর। পরীক্ষায় জেনারেল ক্যাটিগোরির জন্য কাট অফ মার্কস ছিল ২০.৫১, ওবিসি ১৮.৪৬, তপশিলি জাতি-উপজাতিদের ১০.২৬। বিদ্যাসাগর পেয়েছেন ৫৯ নম্বর।
তাঁর কথায়, ‘ভালো র্যাংক হওয়ায় প্রথম সারির আইআইটিতে ভর্তি হতে আমার সংরক্ষণের সুবিধা নেওয়ার প্রয়োজন হবে না।‘ সূত্রের খবর, আলিপুরদুয়ার এলাকার হেরম্ব রায় ও পঞ্চায়েত সদস্যা আল্পনা রায়ের ছেলে বিদ্যাসাগর গত বছর জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ৮৬.৯০ শতাংশ নম্বর সহ পাশ করেন। পড়াশোনায় ছোটবেলা থেকেই তুখোড় ছিল সে।
পাড়ার শিশুশিক্ষাকেন্দ্র ও মধ্য রাঙ্গালিবাজনা জুনিয়ার হাইস্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর ২০১৭ সালে শিশুবাড়ি হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ৮৩.৫০ শতাংশ নম্বর ও ২০১৯ সালে ফালাকাটা হাইস্কুল থেকে ৮২ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। এরপর আইআইটিতে স্নাতকোত্তরে (এমএসসি) ভর্তির জন্য গত বছর থেকেই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন।
তবে, এত ভালো র্যাংক করার জন্য নামী কোনও কোচিং সেন্টারে ভর্তি হননি বলে জানিয়েছেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর জানান, হরিয়ানার এক শিক্ষিকার কাছে ৬ মাস অনলাইন ক্লাস করেছেন। অনলাইনে ক্লাস করা ছাড়াও দৈনিক কমপক্ষে ১৫ ঘণ্টা পড়াশোনা করতে হয়েছে তাঁকে। আইআইটি থেকে পাশ করে বিদেশে গিয়ে গবেষণা করতে চান তিনি। এখন আলিপুরদুয়ারের বিদ্যাসাগরকে নিয়েই জোর আলোচনা মহল্লায়।