এখনো মুগ্ধ করে তাঁর সুরেলা কণ্ঠ, BTS-টেলর সুইফ্টদের ছাপিয়ে মুকুটে নয়া পালক জুড়লেন অলকা

বাংলাহান্ট ডেস্ক: আশি নব্বইয়ের দশকে বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের প্রসঙ্গ উঠলে অলকা ইয়াগনিকের (Alka Yagnik) নাম থাকবেই। ভারতীয় সঙ্গীত জগতের শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য সুপার ডুপার হিট গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। জাতীয় পুরস্কার সহ বহু সম্মানীয় পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। এবার আরো এক সম্মান অর্জন করলেন অলকা ইয়াগনিক।

ইউটিউবে ‘মোস্ট স্ট্রিমিং আর্টিস্ট’ এর তকমা পেয়ে গিয়েছেন অলকা ইয়াগনিক। অর্থাৎ ইউটিউবে তাঁর গান সবথেকে বেশি বার শুনেছে শ্রোতারা। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে ২০২২ সালে সারা বিশ্বে ১৫.৩ বিলিয়ন বার শোনা হয়েছে অলকার গান। দিনে প্রায় ৪২ মিলিয়ন বার শ্রোতারা শুনেছে তাঁর গান।

alka yagnik

আর এর সঙ্গে সঙ্গেই একাধিক আন্তর্জাতিক তারকাকেও পেছনে ফেলে দিয়েছেন অলকা। জনপ্রিয় র‍্যাপ তারকা ব্যাড বানি, দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, পপ গায়িকা টেলর সুইফ্টকে ছাপিয়ে গিয়েছেন তিনি। শুধু ২০২২ নয়, ২০২১ এবং ২০২০ সালেও ইউটিউবে মোস্ট স্ট্রিমড আর্টিস্টের খেতাব ছিল অলকা ইয়াগনিকেরই দখলে। সমগ্র ভারতবাসীর জন্য এটা নিঃসন্দেহে গর্বের বিষয়।

প্রসঙ্গত, ১৯৮০ থেকে ১৯৯০ এর মধ‍্যে বলিউডে অলকা ইয়াগনিকের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। উদিত নারায়ণ, কুমার শানুর মতো জনপ্রিয় গায়কদের সঙ্গে বহু সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। প্রায় চার দশক ধরে সঙ্গীত জগতে রয়েছেন অলকা। এখনো পর্যন্ত তাঁর কণ্ঠে নিত্যনতুন গান মন ছুঁয়ে যায় শ্রোতাদের। সিনেমাতে এখনো অলকা ইয়াগনিকের গান মানেই হিট।

দীর্ঘ কেরিয়ারে ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন অলকা। বলিউডি সঙ্গীত জগতের ইতিহাসে অলকা অন্যতম গায়িকা যিনি সবথেকে বেশি একক গান গেয়েছেন। ফিল্মফেয়ার পুরস্কারের জন্য ৩৬ বার মনোনয়ন পেয়েছেন তিনি। পুরস্কার জিতেছেন ৭ বার। পাশাপাশি দুবার জাতীয় পুরস্কারও পেয়েছেন অলকা ইয়াগনিক।


Niranjana Nag

সম্পর্কিত খবর