সকল বিজেপি কর্মী প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ১০০ টাকা করে দান করুন এবং দেশের বিপদে পাশে দাঁড়ান: জেপি নাড্ডা

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) সংক্রমণ রুখতে বিভিন্ন মহল থেকে বিপুল অর্থ দান করা হচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি অর্থ সাহায্যে এগিয়ে এসেছে অভিনেতা, ক্রিকেটাররাও। এমন অবস্থায় দেশের ক্ষমতাশীন দল বিজেপির তরফে ঘোষণা করা হল যে দলের প্রত্যেক সাংসদ নিজেদের এলাকা উন্নয়ন তহবিল থেকে ১০০ কোটি টাকা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে অনুদান হিসেবে দেবেন।

এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)  আরও জানান, দলের সব সাংসদ-বিধায়ক নিজেদের এক মাসের বেতনও দান করবেন করোনার ত্রাণ তহবিলে। করোনা মহামারি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi)  নির্দেশে শুরু থেকেই প্রতিটি রাজ্যে তৎপর বিজেপি (BJP)। ইতিমধ্যেই কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে। পাশাপাশি এই অর্থ সাহায্যের বিষয়টি এবার যোগ হল।

Context.png55989439 5E40 44A3 9D04 DE43779DEE8EDefaultHQ

৫ কোটি মানুষের মুখে অন্ন তুলে দেবে বিজেপি এর আগে করোনায় গরিবদের খিদে দূর করতেও এগিয়ে এসেছিল বিজেপি। প্রতিদিন অন্তত ৫ কোটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ারও পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। দলের সাংসদ বিধায়কদের অনেকেই এগিয়ে এসেছেন ব্যক্তিগত স্তরে। তবে দলগত স্তরে সাংসদ-বিধায়কদের অনুদান দেওয়ার নির্দেশ এই প্রথম।

কত কোটি টাকা অনুদান দেবেন বিজেপি (BJP) নেতারা লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বিজেপির সাংসদ সংখ্যা ৩৮৬ জন। গোটা দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট বিধায়ক সংখ্যা ১৩০০-র কিছু বেশি।অর্থাৎ সব মিলিয়ে গেরুয়া শিবির করোনা ত্রাণ তহবিলে মোটা অঙ্কের অর্থ দান করতে চলেছে।

corona 6

ভাইরাসের বিরুদ্ধে লড়তে প্রয়োজন প্রচুর অর্থের৷ কারণ স্বাস্থ্য ক্ষেত্রে আরও অনেক উন্নতির প্রয়োজন৷ মূলত এই কারণে প্রধানমন্ত্রী (Prime Minister)  ত্রাণ তহবিল গড়েছেন৷ শুধু তাই নয়, যারা প্রিয়জনকে হারাচ্ছেন করোনায়, তাদেরকেও অর্থ সাহায্য করা হচ্ছে৷ অর্থাৎ করোনার মোকাবিলায় এবং আক্রান্তদের পাশে দাঁড়াতেই এই অনুদান৷ ইতিমধ্যেই দলের বিধায়ক, সাংসদদের এই অনুদানের কথা বলা হয়েছে৷ এবার সমস্ত কর্মীর কাছে এই আর্জি রাখলেন দলের সভাপতি  (President) ।

 

সম্পর্কিত খবর