আমেরিকায় পা দিয়েই প্রবাসীদের মন জয় করে নিলেন মোদী, সামাজিক মাধ্যম ভাসল শুভেচ্ছা বার্তায়

বাংলা হান্ট ডেস্ক : আর কিছু ক্ষণের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত হতে চলেছে হাউ ডি মোদীর সভা৷ নমো এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই মার্কিন মুলুকে পা দিয়েছেন৷ আমেরিকায় পৌঁছনো মাত্রই সকলের মন জয় করে নিলেন প্রধানমন্ত্রী৷ রবিবার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বিমান বন্দরে নামার সঙ্গে সঙ্গেই উষ্ণ অভ্যর্থনা জানানো হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷

একাধিক ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত থেকে ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷ শুধুমাত্র ফুল গ্রহণ করাই নয় একটি ফুলের স্তবক মাটিতে পড়ে গেলে প্রটোকল ভেঙে তা হাতে তুলে নিয়ে নিরাপত্তারক্ষীদের হাতে দিয়ে দেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেক্সাসে হাওড়া মোদী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন৷ সেখানে প্রবাসী 50 হাজার ভারতীয় মোদী শোয়ে উপস্থিত থাকতে চলেছেন৷ উল্লেখ্য মোদীর দুবারের জমানায় এই নিয়ে তিন বার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয়রা

অনুষ্ঠানের আয়োজন করেছেন৷ জানা গিয়েছে এদিনের অনুষ্ঠানে একই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন৷ তবে এ দিনের অনুষ্ঠানের দিকে তাকিয়ে রয়েছে সকলেই৷ হয়তো নতুন কিছু ঘোষণা হতে পারে এই আশাতেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই৷

সম্পর্কিত খবর