বেতন ৩৫ হাজার! পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে সাড়ে ৬ হাজার পদের নিয়োগ, কিভাবে করবেন আবেদন?

বাংলা হান্ট ডেস্ক: বাংলায় চাকরির কিংবা বেকারত্ব বরাবরই একটি বড় ইস্যু। বছর বছর হাজার হাজার বেকার যুবক-যুবতী চাকরি না পেয়ে এক বিরাট সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এরইমধ্যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত বিভাগের তরফ থেকে বিভিন্ন পদের জন্য শূন্যপদ হিসেবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তার জন্য আবেদনকারীরা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রধান ওয়েবসাইট থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারবেন। ডিপ্লোমা হোল্ডার কিংবা স্নাতক ডিগ্রী পাস করলে তবেই এই পদের জন্য  আবেদন জানানো যাবে। তাই এবার বেকারত্ব দূর করতে আর দেরি না করে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের চাকরির জন্য আবেদন করার পদ্ধতি।

জানা যাচ্ছে, এই সমস্ত চাকরিতে আবেদন করার শেষ তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটেই আপডেট করা হবে।

বিভাগের নাম- পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার

সরকারী ওয়েবসাইট- https://prd.wb.gov.in/

চাকরির স্থান-পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি

আবেদনের শেষ তারিখ- খুব তাড়াতাড়ি জানানো হবে।

আরও পড়ুন: জমাইয়ের রোষের মুখে শাশুড়ি! শ্বশুরবাড়ি ইঁটবৃষ্টি-বোমাবাজি, নামল র‍্যাফ জঙ্গিপুরে জখম ৫,ধৃত ৩

যোগ্যতা:

এক্ষেত্রে আবেদনকারীর কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা বা অনুরূপ বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে।
বয়স সীমা: আবেদনকারীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।

নিম্নলিখিত খালি পদগুলির জন্য আবেদন করা যাবে

১. গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী
২. গ্রাম পঞ্চায়েত কর্মী
৩. গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহকারী
৪.গ্রাম পঞ্চায়েত সম্পাদক

নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা: এক্ষেত্রে সিলেবাস অনুসারে প্রস্তুতি নিতে হবে। প্রশ্নগুলি মূলত যোগ্যতা এবং জ্ঞানের বিষয়ের উপর হবে।
দক্ষতা: কিছু পদের জন্য কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকার পাশাপাশি টাইপিং-র দক্ষতা থাকতে হবে।
সাক্ষাত্কার : এই পদের জন্য আবেদনকারীদের চূড়ান্ত নির্বাচন সাক্ষাত্কারের পারফরম্যান্সের উপর নির্ভর করবে।

govt 1

আবেদনের পদ্ধতি:

প্রথমে রেজিস্ট্রেশন ওয়েবসাইট  https://wbprms.in/authentication/signup-এ যেতে হবে।
এরপর রেজিস্ট্রেশন ফর্মে মোবাইল নম্বর, নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ইমেল আইডি এবং পাসওয়ার্ডের মতো বিশদ বিবরণ দিয়ে পূরণ করতে হবে।
এরপরেই WB গ্রাম পঞ্চায়েতের শূন্যপদের ফর্ম ফিলাপের জন্য লগইন করা যাবে এবং পছন্দ মতো ফর্ম ফিল আপ করা যাবে।
আপনার গ্রাম পঞ্চায়েত ফর্মে গুরুত্বপূর্ণ নথির ছবি আপলোড করতে হবে।
এরপর, WB গ্রাম পঞ্চায়েত ফর্মের জন্য ফিস দিতে হবে।
সবশেষে WB গ্রাম পঞ্চায়েতের  ফর্ম সাবমিট করতে হবে ।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর