মিলিয়ে গেল মুখের হাসি! পুজোর আগেই সোনার দামে বড় বদল, কলকাতায় কত?

বাংলা হান্ট ডেস্ক : সেপ্টেম্বর মাসের শুরু থেকেই লাফিয়ে দাম কমতে শুরু করেছিল সোনার। উৎসবের মরসুমেই লাগাতার সোনা সস্তা হওয়ায় চওড়া হাসি ছিল ক্রেতা থেকে বিক্রেতা সকলের মুখেই।  পুজোয় জামাকাপড়ের সাথেই মনের মত সোনার গয়নায় সাজার পরিকল্পনাও করেছিলেন অনেকে। কিন্তু আচমকাই ছন্দপতন। সব পরিকল্পনা ভেস্তে দিয়ে বুধবার বাজার খুলতেই বড় ধাক্কা। রকেটের গতিতে আরও একবার বাড়লো সোনার দাম (Gold Price)।

কলকাতায় আবার কত দাম বাড়ল সোনার (Gold Price)?

যার ফলে উৎসবের মরশুমেই আরও একবার মাথায় হাত সোনা (Gold) প্রেমীদের। তবে শুধু সোনা নয় একই সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোর-ও (Silver)। তাই আজকের দিনে আরওএকবার পাল্লা দিয়ে দাম বাড়লো রূপোর। তাই যদি আজ কারও সোনা কেনার পরিকল্পনা থেকে থাকে তাহলে বাজারে যাওয়ার আগে একবার দেখে নিন কলকাতায় আজ সোনা (Gold Price) রুপোর দাম কত?

   

২৪ ক্যারেট সোনার দাম (Gold Price)  কত ?

বুধবার দাম বেড়েছে ২৪ ক্যারেটের সোনার। আজ ১ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ হাজার ৩২৫ টাকা। এছাড়া ১০ গ্রাম ওজনের সোনা বিক্রি হচ্ছে মোট ৭৩ হাজার ২৫০ টাকায়।

২২ ক্য়ারেট সোনার দামনা কত ?

জানা যাচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই অর্থাৎ আজ ১১ সেপ্টেম্বর বুধবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৬ হাজার ৭১৫ টাকায়। যার ফলে আজ ১০ গ্রাম ওজনের সোনা কিনতে খরচ হবে ৬৭ হাজার ১৫০ টাকা।

আরও পড়ুন : আবাস যোজনার নিয়ম বদল! এবার টাকা ঢুকবে এইদিন, পুজোর আগেই নয়া আপডেট!

১৮ ক্যারেটের সোনার দাম কত ?

কোনো ছাড় নেই ১৮ ক্যারেটের সোনার দামেও। আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম ওজনের সোনার দাম বেড়ে হয়েছে ৫ হাজার ৪৯৪ টাকা। এরফলে আজ ১০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে মোট ৫৪ হাজার ৯৪০ টাকা।

Gold Price

রুপোর দাম কত ?

কম যায় না রুপোও। সোনার সাথেই আজ পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। জানা যাচ্ছে আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮ হাজার ৬৫০ টাকা। এরফলে ১ কেজি রুপো কিনতে খরচ হবে মোট ৮৬ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একলাফে আজ ৫০০ টাকা দাম বাড়লো রুপোর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর