পুজোর আগে সোনার দামে বিরাট বদল! আজ কলকাতায় কত?

বাংলা হান্ট ডেস্ক : এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার মর্ত্যে ফিরছেন দেবী দুর্গা। হাতে গোনা আর মাত্র কয়েক সপ্তাহ বাকি দুর্গাপুজোর। তার আগেই উৎসবের মরসুমে সোনার দামে (Gold Price) এলো বিরাট বদল। চলতি মাসেই গণেশ পুজোর পর থেকেই লাফিয়ে বাড়তে শুরু করেছিল সোনার দাম (Gold Price। যা বিশ্বকর্মা পুজোর পর থেকেই আবার সস্তা হতে শুরু করে।

কলকাতায় আজ সোনার দাম (Gold Price) কত ?

তাই পুজোর মুখে সোনার দাম (Gold Price) কমায় হাসি ফুটেছিল সোনা প্রেমীদের মুখে। তাছাড়া উৎসবের মুখে ভালো বিক্রি বাটা হওয়ায় খুশি ছিলেন বিক্রেতারাও। কিন্তু সপ্তাহের শেষে আবার ঊর্ধ্বমুখী সোনার দাম। তাই  উৎসবের মরসুমে সোনা কিনতে না পারার জন্য আফসোসের শেষ নেই সোনাপ্রেমীদের। প্রতিনিয়ত এই ভাবে সোনার দামে হেরফের ঘটায় চিন্তায় সোনাপ্রেমীরা।

   

শুধু পুজো নয়  সামনেই রয়েছে বিয়ের মরশুম। তাই এই সুযোগে অনেকেই বিয়ের গয়না গড়িয়ে রাখতে চাইছেন অনেকেই। তাছাড়া ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও এই সময় অনেকেই সোনার বার কিংবা কয়েন কেনার পরিকল্পনাও করেছেন কেউ কেউ।  যদি আজই কারও  সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে তাহলে দোকানে যাওয়ার আগে একবার দেখে নিন কলকাতায় আজ সোনার দাম কত?

আরও পড়ুন : রাজ্যে প্রথম ১১২ ফুটের দুর্গা মূর্তি বানাচ্ছে এই ক্লাব, অনুমতি নেই! হাই কোর্টে হল মামলা

  • ২৪ ক্যারেট সোনার দাম কত ?
পুজোর আগে আবার ঊর্ধ্বমুখী সোনা। শনিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনা কিনতে গেলে খরচ হবে ৭ হাজার ৫৯৩  টাকা। একইসাথে আজ সপ্তাহের শেষে ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনা কিনতে গেলে খরচ হবে ৭৪ হাজার ৯৩০ টাকা।
  Gold Price
  • ২২ ক্য়ারেট সোনার দাম কত ?
আজ শনিবার কলকাতায় ২২ ক্যারেটের সোনার দামেও এসেছে বিরাট পরিবর্তন। আজ ১ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনার দাম রয়েছে ৬ হাজার ৯৬০ টাকা। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে গেলে খরচ হবে ৬৯ হাজার ৬০০ টাকা।
Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর