পুজোর মুখে সোনার দামে বিরাট বদল! এটাই কি হলুদ ধাতু কেনার উপযুক্ত সময়?

বাংলা হান্ট ডেস্ক : মূল্যবান হলুদ ধাতু সোনা দেখলেই চোখ টানে সকলেরই। শুধু মহিলারাই নন সোনা কেনেন পুরুষরাও। কারণ সোনা মানেই শুধু অলংকার নয়, এই মূল্যবান ধাতু অনেকের কাছে ভবিষ্যতের সঞ্চয়ও। শুধুমাত্র ভারতীয়দেরই নয় সোনার প্রতি আকর্ষণ গোটা পৃথিবীর। তাই ভারতের বিভিন্ন রাজ্যের মতোই সারা পৃথিবীতেও সোনার দাম (Gold Price) আলাদা-আলাদা হয়ে থাকে।

কলকাতায় সোনার দাম (Gold Price) কত?

প্রতিনিয়ত একাধিক কারণবশত সোনার দামে বিরাট হেরফের ঘটে। চলতি বছরে বিয়ের মরশুম শেষ হতেই খানিকটা কমেছিল সোনার দাম (Gold Price)। তাই চলতি মাসের শুরুর দিকে সোনা সস্তা হলেও, সিদ্ধিদাতা গণেশের পুজোর পর থেকে আবার উর্ধ্বমুখী হতে শুরু করে সোনা। তো বিশ্বকর্মা পুজো কাটতেই  আবার হেরফের ঘটতে শুরু করেছে সোনার দামে (Gold Price)।

তবে বিগত এই কয়েকদিনে একই সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও। তাই পুজোর মরসুমে আম বাঙালির সোনায় সোহাগা হওয়ার স্বপ্ন প্রায় অধরা।  যদিও পুজোর আগে আজ ২৩ সেপ্টেম্বর আবার কিছুটা কমেছে সোনার রুপোর দাম। তাই যদি উৎসবের মরশুমে কারও সোনা কেনার পরিকল্পনা থাকে তাহলে এক নজরে দেখে নিন আজ কলকাতায় সোনা-রুপোর দাম কত?

  • ২৪ ক্যারেট সোনার দাম কত ?

পুজোর আগে সাময়িক স্বস্তি পেলেন সোনাপ্রেমীরা। আজ অর্থাৎ সোমবার ২০ সেপ্টেম্বর কলকাতায় ১ গ্রাম ওজনের ২৪ ক্যারেট সোনা কিনতে গেলে খরচ হবে ৭ হাজার ৫৯২ টাকা। তাই আজ সপ্তাহের শেষে ১০ গ্রাম ওজনের ২৪ ক্যারাট সোনা কিনতে গেলে খরচ হবে ৭৫ হাজার ৯২০ টাকা।

আরও পড়ুন : সরকারি চাকরি ছাড়াই মাসে মাসে মিলবে পেনশন! দেশবাসীর জন্য দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের

  • ২২ ক্য়ারেট সোনার দাম কত ?

সোমবার কলকাতায় ২২ ক্যারেটের সোনার দামেও এসেছে বিরাট পরিবর্তন। আজ ১ গ্রাম ওজনের ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৬ হাজার ৯৫৯ টাকা। তাই আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্য়ারেট সোনা কিনতে গেলে খরচ হবে মোট ৬৯ হাজার ৫৯০ টাকা।

  • ১৮ ক্যারেট সোনার দাম-

সপ্তাহের শুরুতেই একধাক্কায় অনেকটা কমল ১৮ ক্যারেট সোনার দামও। আজ কলকাতায় ১ গ্রাম ওজনের ১৮ ক্যারেট সোনা কিনতে খরচ হবে ৫ হাজার ৬৯৪ টাকা। একইভাবে ১০ গ্রাম ওজনের সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৯৪০ টাকা।

Gold Price

  • রুপোর দাম-

তবে শুধু সোনা নয় এবার একইসাথে দাম কমেছে রুপোরও। শুক্রবার কলকাতায় ১০০ গ্রাম ওজনের রুপো কিনতে খরচ হবে মোট ৯ হাজার ২৯০ টাকা। অর্থাৎ ১ কেজি রুপো কিনতে গেলে খরচ হবে মোট ৯২ হাজার ৯০০ টাকা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর