ভোটের মধ্যেই বেনজির সিদ্ধান্ত! আচমকাই DA বাড়িয়ে কর্মীদের বড় উপহার দিল অর্থ দফতর

বাংলা হান্ট ডেস্ক: সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ভোটের মধ্যেই মহার্ঘ্য ভাতা বৃদ্ধি (DA Hike) পাওয়ায় আরও  চওড়া হল মুখের হাসি সাধারণত লোকসভা নির্বাচন (Loksabha Election) চলাকালীন কোন রাজ্যেই ডিএ বৃদ্ধি করা যায় না। এক্ষেত্রে নির্বাচন কমিশনের থেকে বিশেষ অনুমতি নেওয়ার দরকার পড়ে। তবে এবার লোকসভা ভোটের মধ্যেই সরকারি কর্মীদের (Government Employee) ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করল অর্থ দপ্তর।

মঙ্গলবারই অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণাকরা হয়েছে।  সেখানে স্পষ্ট জানানো হয়েছে ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকেই এই বর্ধিত ডিএ  কার্যকর করা হবে।  প্রসঙ্গত ভোট পর্ব শুরুর অনেক আগেই চলতি বছরের শুরুর দিকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে একলাফে ৫০ শতাংশ করা হয়েছিল।

আর এবার জানা যাচ্ছে জম্মু-কাশ্মীরের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী খবর, এদিন জম্মু-কাশ্মীরে কর্মরত সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হয়েছে। যার ফলে তাদের ডিএ বর্তমানে ছুঁয়েছে ৫০ শতাংশ।

অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, তাদের এই বর্ধিত ডিএ জানুয়ারি থেকেই কার্যকর করা হবে। সপ্তম বেতন কমিশনের অধীনে এই ডিএ বৃদ্ধি করে সরকারি ওই নির্দেশিকায় এদিন স্পষ্ট জানানো হয়েছে মে মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ সরাসরি ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে।

আরও পড়ুন: গরমের ছুটি শেষ! ভোট মিটতেই এদিন খুলবে রাজ্যের স্কুল! জানুন শিক্ষা দফতরের নয়া আপডেট

এছাড়া জানুয়ারি থেকে এপ্রিল মাসের মহার্ঘ্য ভাতা তারা বকেয়া মে মাসের বেতনের সঙ্গেই পাবেন।যদিও অনেক আগেই সরকারি কর্মীদের বিয়ে বাড়িতে পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছিল। তবে এবার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে আনা হবে কিনা সে সম্পর্কে এখনো পরিষ্কার জানা যায়নি।

money indian rupee

জুলাইয়ে যখন চূড়ান্ত পরিসংখ্যান সামনে আসার পরেই সম্ভবত কিছুটা হলেও ধোঁয়াশার কাটতে পারে বলে মনে করা হচ্ছে। আর তখনই ডিএ বৃদ্ধির বিষয়টি অনুমোদিত হলে তা পুরোপুরি স্পষ্ট হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর