বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক হল HDFC Bank। এখনকার দিনে আমাদের দেশের অনেকেই টাকা লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ডেই (Credit Card) বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। সম্প্রতি এই HDFC Bank তার কোটি কোটি গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ডের চার্জে বেশ কিছু পরিবর্তন (New Rules) এনেছে। জানা যাচ্ছে এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নতুন নিয়ম চলতি বছরের ১ আগস্ট থেকে কার্যকর করা হবে৷ আসুন জানা যাক কি কি পরিবর্তন আসতে চলেছে?
১. HDFC ব্যাঙ্কের যে সমস্ত ক্রেডিট কার্ড হোল্ডাররা ক্রেড, চেক, মোবিকুইক, ফ্রিচার্জের মতো কোনো টার্ড পার্টির অ্যাপ দিয়ে ভাড়া দিয়ে থাকেন সেক্ষেত্রে ট্রান্সাকশন ফি হিসাবে ১ শতাংশ চার্জ করা হবে। এই চার্জ প্রত্যেক লেনদেন সর্বোচ্চ ৩ হাজার টাকা হতে পারে।
২. ভাড়া ছাড়াও জ্বালানির লেনদেনের দামেও বদল এসেছে। এবার থেকে গ্রাহকদের ১৫ হাজার টাকার কম জ্বালানির লেনদেনে অতিরিক্ত চার্জ দিতে হবে না। তবে ১৫ হাজারের বেশি জ্বালানির লেনদেনে অতিরিক্ত ১ শতাংশ দাম দিতে হবে। তবে এই ফি-এর সর্বোচ্চ সীমা ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: কেরলে ব্যাঙ্ক দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত সিপিএমের ৭৩ লক্ষর সম্পত্তি! বিরাট অ্যাকশন ED-র
৩. তবে স্কুল এবং কলেজের ফি দেওয়ার ক্ষত্রে সার্ভিস চার্জ লাগবে না। তবে ক্রেড, চেক, মোবিকুইক, ফ্রিচার্জের মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের লেনদেন পিছু ১ শতাংশ বা সর্বোচ্চ ৩ হাজার টাকা ফি দিতে হবে। যদিও ইন্টারন্যাশনাল স্কুল, কলেজগুলি এই পেমেন্টের আওতায় পড়ে না।
৪. একইভাবে গ্রাহকদের ৫০ হাজার টাকা পর্যন্ত ইউটিলিটি বিলের জন্য কোনও সার্ভিস চার্জ দিতে হবে না। তবে ৫০ হাজারের টাকার বেশি লেনদেন হলে ১ শতাংশ বেশি ফি দিতে হবে। যার সর্বোচ্চ সীমা ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
৫. বদল এসেছে ক্রেডিট কার্ড ইএমআই প্রসেসিং ফিতেও। কেউ যদি কোনও ওয়েবসাইট থেকে কেনাকাটা করার পরে HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই দিয়ে থাকেন তাহলে প্রসেসিং চার্জ হিসাবে ২৯৯ টাকা দিতে হবে। পাশাপাশি গ্রাহকদের অতিরিক্ত GST-ও দিতে হবে।
৬. কেউ যদি ভুল করেও ক্রেডিট কার্ড পেমেন্ট মিস করেন তাহলে তাকে ১০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত ফি দিতে হবে৷ তবে এই জরিমানার পরিমাণ নির্ভর করবে বকেয়া টাকার ওপর।
৭.এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা লেনদেনে গ্রাহকদের ৩.৫ শতাংশ মার্কআপ চার্জ করা হবে।