LIC এজেন্টদের মাসিক আয় কত জানেন? বড় আপডেট দিল খোদ সংস্থা

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় জীবন বীমা নিগম অর্থাৎ এলআইসি (LIC) আমাদের দেশের সবচেয়ে বড় বীমা এবং বিনিয়োগকারী সংস্থা গুলির মধ্যে অন্যতম। সম্পূর্ণ সরকারি এই সংস্থা জীবন বীমা করিয়েই  অনেকের ভবিষ্যৎ সুরক্ষিত করে থাকে। তবে একথাও ঠিক যে কোনো এলআইসি (LIC) পলিসি করতে গেলে সাহায্য নিতে হয় একজন এজেন্টের।

LIC এজেন্টদের মাসিক আয় কত?

একজন এজেন্টই  গ্রাহককে সেই পলিসি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশদে বোঝাতে পারেন। কিন্তু অনেকের মনেই কৌতুহল থাকে একজন এলআইসি (LIC) এজেন্টের বেতন কত হতে পারে? কেউ কেউ মনে করেন একজন LIC এজেন্টের বেতন অনেক বেশি হয়।  সেই সাথে তারা অনেকেই আবার ইনসেনটিভ  পেয়ে থাকেন।

এপ্রসঙ্গে এবার খোদ লাইফ  ইন্সুরেন্স কর্পোরেশন সংস্থা। তাদের ওয়েবসাইটে এলআইসির এজেন্টদের বেতন সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য প্রকাশ করেছে। ভারতবর্ষের কোন রাজ্যে তাদের কতজন এলআইসি এজেন্ট রয়েছে সেই তথ্যও জানানো হয়েছে। এই সংস্থার তরফ থেকে যে তালিকা প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সারা দেশের মধ্যে হিমাচল প্রদেশেই এলআইসি এজেন্টদের গড় আয় সবথেকে কম.

হিমাচল প্রদেশের এলআইসি এজেন্টদের মধ্যে সব থেকে বেশি আয় করেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এজেন্টরা।  এই তালিকার পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ-ও। রিপোর্ট অনুযায়ী হিমাচল প্রদেশের এলআইসি এজেন্টদের মাসিক আয় ১০,৩২৮ টাকা। তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এজেন্টরা মাসে ২০,৪৪৬ টাকা বেতন পান। হিমাচল প্রদেশে মোট এজেন্ট রয়েছেন ১২,৭৩১ জন।

তবে জানলে অবাক হবেন আন্দামানে এজেন্টের সংখ্যা মাত্র ২৭৩ জন। এইমুহূর্তে সারা দেশে মোট ১৩ লাখ ৯০ হাজার ৯২০ জন এলআইসি এজেন্ট রয়েছেন। পরিসংখ্যানের বিচারে উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি এলআইসি এজেন্ট রয়েছেন। এখানে মোট ১ লক্ষ ৮৪ হাজার এজেন্ট রয়েছেন। তাঁদের মাসিক গড় বেতন ১১,৮৮৭ টাকা।

আরও পড়ুন :  বিশ্বের ইতিহাসে প্রথম! চলমান হাসপাতাল বানিয়ে নজির গড়ল ভারত

এরপরেই এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে মহারাষ্ট্র। এখানে মোট ১ লাখ ১৬ হাজার এজেন্ট রয়েছেন। তারা প্রতি মাসে গড়ে ১৪,৯৩১ টাকা বেতন পান। এরপরেই এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে মোট ১ লাখ ১৯ হাজার ৯৭৫ জন এলআইসি এজেন্ট আছেন। প্রতি মাসে তাদের গড় বেতন ১৩,৫১২ টাকা।

LIC 3

একইভাবে তামিলনাড়ুতে মোট ৮৭,৩৪৭ জন এলআইসি এজেন্ট রয়েছেন। প্রতি মাসে তারা গড়ে ১৩,৪৪৪ টাকা আয় করেন। কর্ণাটকে মোট ৮১,৬৭৪ জন এজেন্ট কাজ। করছেন তাঁদের মাসিক আয় ১৩,২৬৫ টাকা। একইভাবে রাজস্থানে মোট ৭৫,৩১০ জন এজেন্ট প্রতি মাসে ১৩,৯৬০ টাকা যায় করেন। এছাড়াও মধ্যপ্রদেশে মোট ৬৩,৭৭৯ জন এজেন্ট প্রতি মাসে ১১,৬৪৭ টাকা বেতন পান। এছাড়াও রয়েছেন রাজধানী দিল্লির ৪০,৪৬৯ জন এজেন্ট। তাদের মাসিক গড় বেতন ১৫,১৬৯ টাকা।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর