জুন মাসের শেষেই আসবে কড়কড়ে নোট! ১০,০০০ টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কারা পাবে জানেন?

বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেসের চালু করা ভাতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। বিশেষ করে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের অভিযোগ এইভাবে ভাতার নামে ভিক্ষা দিয়ে চাকরিতে নিয়োগ বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government)।

প্রসঙ্গত এই মুহূর্তে আমাদের রাজ্যে মোট ৫০টি এমনই জনমোহিনী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। যার মধ্যে অন্যতম লক্ষ্মীরভান্ডার,যুবশ্রী,কন্যাশ্রী,রূপশ্রী,সবুজসাথী, খাদ্যসাথী, কিংবা ‘কৃষকবন্ধু’র (Krishak Bandhu Scheme) মতো প্রকল্প। রাজ্যের এমনই একটি জনকল্যাণমূলক প্রকল্প হল কৃষকবন্ধুর প্রকল্প। এই প্রকল্পের আওত্তায় চলতি মাসেই অর্থাৎ জুন মাসের ২৭,২৮ তারিখ নাগাদ এই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সরকারি এই প্রকল্পে রাজ্যের ৩০ লক্ষেরও বেশি কৃষক অর্থ সাহায্য পেয়ে থাকে।

   

যার মাধ্যমে প্রত্যেক অদিদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছর সরাসরি ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। কেউ যদি ২০২৪ সালের তালিকায় নিজের নাম দিয়ে সাইন আপ করেন, তাহলে তিনিও টাকা পাবেন। সেই টাকা কবে ঢুকবে কেউ চাইলে সেই স্ট্যাটাস-ও চেক করতে পারেন। স্থানীয় অফিসে কিংবা অনলাইনে খুব সহজেই এই প্রকল্পের ফর্মটি পাওয়া যায়। তবে, এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে ১৮-৬০বছর বয়সী কৃষকদের জন্য, বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন রাজ্য সরকার।

কৃষক বন্ধুর টাকা পাবেন কিনা তা জানার পদ্ধতি:

১) কৃষকবন্ধু ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর Beneficiary List এ ক্লিক করতে হবে।

৩) এবার একটি নতুন পেজ খুলতেই সেখানে খুঁজে নিন আপনার জেলা, ব্লক এবং গ্রাম।

৪) এরপর ক্লিক করুন Submit অপশনে।

৫) এখানেই এলাকার সুবিধাভোগীদের একটি তালিকা দেখাবে।

৬) সেখান থেকেই খুঁজে নিতে হবে নিজের নাম।

আরও পড়ুন: CPIM পার্টি অফিস হামলা, ‘ভাঙা’ হল জ্যোতি বসুর ছবি, রেজাল্ট বেরোতেই বরানগরে তাণ্ডব শুরু TMC-র!

মোবাইল নম্বর দিয়ে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার পদ্ধতি:

১) প্রথমেই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।

২) এরপর হোমপেজে Registered Farmer Information এ ক্লিক করতে হবে।

৩) এবার Mobile Number সিলেক্ট করতে হবে।

৪) পরবর্তী ধাপে নিজের মোবাইল নম্বর দিতে হবে।

৫) এরপর  Search অপশনে ক্লিক করলেই গ্রাহকরা নিজের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন।

Mamata Banerjee

প্রকল্পের সুবিধা কী কী?

১) অর্থ সাহায্য: এই প্রকল্পে এক একর বা তার বেশি জমির মালিক চাষীরা দুই কিস্তিতে বছরে ১০ হাজার টাকার সাহায্য পান।

২) জীবন বীমা: এই প্রকল্পের সুবিধাভোগী কৃষকরাও ২ লক্ষ টাকার জীবন বীমা পান। এমনকি ১৮-৬০ বছরের মধ্যে কোনও কৃষক মারা গেলে, তাঁর পরিবার এই টাকা পায়।

৩) ক্ষুদ্র কৃষকদের জন্য সাহায্য: এক একরের কম জমির মালিক যে সমস্ত কৃষক তারা বছরে দুই ভাগে ৪ হাজার টাকা পান।

কখন কখন কৃষক বন্ধুর টাকা দেয় রাজ্য সরকার?

সাধারণত এই প্রকল্পে দুটি নিয়মে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। যার মধ্যে একটি হল ১) খারিফ অনুদান আর দ্বিতীয়টি হল ২) রবি ফসলের অনুদান। মূলত মে এবং জুন মাসের মধ্যেই খারিফ অনুদানের টাকা পাঠানো হয়।

 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর