এবার বাজার কাঁপাতে আসছে নোকিয়ার কিপ্যাড ফোন! জানুন দাম সহ সমস্ত স্পেসিফিকেশন

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ২৫ বছর পর বাজার কাঁপাতে আসছে নোকিয়ার জনপ্রিয় ফিচার ফোন Nokia 3210। পুরনো মডেলের এই ফোনটিকে এবার আরও আকর্ষণীয় রং এবং ফিচার্সের সাথে লঞ্চ করা হয়েছে। HMD Global Nokia 3210 (2024) নোকিয়ার এই আইকনিক ফিচার ফোনটিকেই আবার ঢেলে সাজিয়েছে নতুন করে।

নোকিয়ার এই মোবাইলটিতে ২.৪ ইঞ্চি TFT LCD স্ক্রিন সহ QVGA রেজোলিউশন দেওয়া হয়েছে। এই আইকনিক ফিচার ফোনেই রয়েছে জনপ্রিয় ক্লাসিক ‘স্নেক গেম’।রয়েছে আরো একগুচ্ছ ফিচার। যার মধ্যে অন্যতম মোবাইলের ২ মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং ব্লুটুথ ৫.০ কানেকশন। আসুন জানা যাক নোকিয়ার এই ফিচার ফোনটির দাম সহ অন্যান্য সমস্ত স্পেসিফিকেশন।

   

Nokia 3210 4G মোবাইলের দাম এবং বিক্রি

জানা যাচ্ছে নোকিয়ার এই কীপ্যাড ফোনের দাম ভারতে ৩৯৯৯ টাকা। ফোনটি ইতোমধ্যেই Amazon সহ কোম্পানির ওয়েবসাইটে বিক্রি শুরু হয়ে গিয়েছে। নতুন নোকিয়া ফোনটি Grunge Black, Y2K Gold, and Scuba Blue -র মতো কালার অপশনে কেনা যাবে।

আরও পড়ুন: রচনার এক কথায় হিট! জামাইষষ্ঠীতে হুগলির দইয়ের ডিম্যান্ড তুঙ্গে, সাংসদকে ধন্যবাদ মিষ্টি ব্যবসায়ীদের

নোকিয়ার এই নতুন ফোনে Unisoc T107 চিপসেট দেওয়া হবে। যা 64MB RAM এবং 128MB স্টোরেজ সম্পন্ন হয়ে থাকে। শুধু তাই নয় এই আইকনিক ফিচার ফোনে ইউটিউব, ইউটিউব শর্টস  নিউজ, ওয়েদার আপডেটের মতো ক্লাউড অ্যাপও সাপোর্ট করে বলে জানা গিয়েছে। এছাড়াও আরও একাধিক মডর্ন ফিচার পাওয়া যাবে এই ফোনে। সব মিলিয়ে কম দামে এই ফোনটি একটি দারুণ বিকল্প হতে চলেছে। এছাড়া থাকছে ইন-বিল্ট UPI ফিচার।

mobile 1

এছাড়াও ছবি তোলার জন্য নোকিয়ার এই ৩২১০ ফোনে ২MP রিয়ার ক্যামেরা সহ রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ব্লুটুথ ৫.০ এবং ৩.৫ mm হেডফোন জ্যাক এবং FM রেডিও দেওয়া হবে। এছাড়াও এই ফোনে একটি 1450mAh এর ব্যাটারি দেওয়া হবে। যা প্রয়োজনে খোলা যাবে। এছাড়াও ব্যাটারি চার্জ দেওয়ার জন্য দেওয়া হবে USB-C টাইপ চার্জার।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর