আরও কমল কলকাতার তাপমাত্রা! বৃষ্টির ভ্রুকুটি রাজ্যের ৪ জেলায়

বাংলা হান্ট ডেস্কঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে আবার ফিরেছে শীতের আমেজ। মার্চের শুরুতে ভ্যাপসা গরমের পর আবার রাজ্যজুড়ে (South Bengal Weather) ফিরল হালকা শীতের আমেজ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নীচে। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টি র সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার আগাম খবর (South Bengal Weather)

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরের চার জেলা। জানা যাচ্ছে,দু’দিন পর থেকে রাজ্য জুড়ে আরও বাড়বে তাপমাত্রার পারদ। জানা যাচ্ছে শুক্রবার কলকাতার (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে আগামী দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। তার পর থেকে তাপমাত্রার পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি চড়তে পারে বলেই খবর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: হাতে মাত্র ৩ মাস সময়! তারমধ্যেই এই প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ দিল হাইকোর্ট

জানা যাচ্ছে আজ অর্থাৎ শুক্রবার থেকেই বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মাঝে শুধু সোমবার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্ভাবাস নেই। জানা যাচ্ছে চারটি জেলাতেই সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে শনিবার। ওই দিনের জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মূলত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেইসাথে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ও হতে পারে।

South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর বর্তমানে অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উত্তর-পশ্চিম ভারতে আগামী ৯ মার্চ নতুন করে ঢুকতে পারে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা। ক্রমে তা পূর্ব দিকে এগোবে। যার প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গে। এই কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরের জেলাগুলিতে। প্রসঙ্গত আগামী শুক্রবার দোলপূর্ণিমা। দোলের  আগেই আবার হুড়মুড়িয়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গে। মনে করা হচ্ছে, আগামী মঙ্গলবারের মধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর