আরও সহজ হল রেলের নিয়ম! টিকিট হারিয়ে কিংবা ছিঁড়ে গেলেও আর চিন্তা নেই এইভাবে পাবেন ডুপ্লিকেট

বাংলা হান্ট ডেস্ক: কাছের হোক কিংবা দূরের যে কোন সফরের জন্য ভারতীয়দের কাছে অন্যতম ভরসার একটি গণপরিবহন মাধ্যম হল ভারতীয় রেল (Indian Railways)। এই মুহূর্তে ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রতিটি প্রান্তে শিরা ধমনীর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই রেল পরিবহন ব্যবস্থা। তাছাড়া এখনও  ভারতের বহু প্রত্যন্ত এলাকাতেও চলছে রেল নেটওয়ার্ক বিস্তারের কাজ।

ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। এই কারণে এই গণপরিবহন ব্যবস্থা নিয়ে রীতিমত গর্ববোধ করেন প্রত্যেক দেশবাসী। প্রতিদিন এই ট্রেনে চেপেই লক্ষ লক্ষ যাত্রী সফল করে থাকেন দূর দূরান্তের গন্তব্যস্থলে। কিন্তু ইদানিং হু হু করে বেড়েই চলেছে এই ভারতীয় রেলের যাত্রী সংখ্যা। যা এখন পৌঁছে গিয়েছে কোটিতে। আগামী দিনে যাত্রীদের সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান করছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

তবে ভারতীয় রেলের সফর যতই আরামদায়ক হোক না কেন, এই সফরের আগে বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরী। বিশেষ করে যে কোন ট্রেনে সফর করতে গেলে প্রথমেই প্রয়োজন হয় একটি বৈধ টিকিটের। বিনা টিকিটে ট্রেনে সফর করা ভারতীয় রেলের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তবে অনেক সময় যাত্রীদের কাছে বৈধ টিকিট থাকলেও দেখা যায় কোন কারণে সেই টিকিট ছিঁড়ে গিয়েছে। অনেক আবার টিকিটটাই হারিয়ে ফেলেন।

যার ফলে রীতিমতো চিন্তায় পড়ে যান যাত্রীরা। তবে অনেকেই হয়তো জানেন না এই হারিয়ে যাওয়া কিংবা ছিঁড়ে যাওয়া টিকিটের জন্যও বিশেষ নিয়ম রয়েছে ভারতীয় রেলের। আসলে এক্ষেত্রে যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফ থেকে ডুপ্লিকেট টিকিট (Duplicate Ticket) দেওয়া হয়ে থাকে। তবে খুব সহজেই ডুপ্লিকেট টিকিট পাওয়া গেলেও তা কিন্তু একেবারেই বিনামূল্যে নয়। আসলে ভারতীয় রেলের তরফে দেওয়া এই ডুপ্লিকেট টিকিট পাওয়ার জন্যও বেশ কিছু টাকাও  খরচ করতে হয়।

আরও পড়ুন: ২৬ বছরের ছোট পাত্রী, ৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করে শিরোনামে মিডিয়া মুঘল রুপার্ট

কিভাবে পাওয়া যায় ডুপ্লিকেট টিকিট?

কেউ যদি টিকিট ছিঁড়ে ফেলেন কিংবা হারিয়ে ফেলেন তাহলে প্রথমেই তাদের টিটিই অথবা স্টেশনে থাকা টিকিট কাউন্টারে যোগাযোগ করতে হবে। পুরো ঘটনা জানার পর রেলের তরফ থেকে আবেদনের ভিত্তিতে এবং সমস্ত নথি যাচাই করার পর যাত্রীকে একটি ডুপ্লিকেট টিকিট দেয় ভারতীয় রেল। যা দেখতেও দেখতেও একেবারে আসল টিকিটের মতোই। তবে আসল টিকিটের থেকে এই ডুপ্লিকেট টিকিট খুব সহজেই আলাদা করা যায়।

Eastern Railway made a big announcement for passengers

সাধারণত সেকেন্ড ক্লাস বা স্লিপার ক্লাসের ডুপ্লিকেট টিকিটের জন্য জন্য ৫০ টাকা দিতে হয়। এই দুই ক্লাসের উঁচু ক্লাসের জন্য দিতে হয় ১০০ টাকা। এছাড়া ছিঁড়ে যাওয়া টিকিটের ক্ষেত্রে ভাড়ার ২৫ শতাংশ দিয়েও টিকিট পাওয়া যায়। তবে এখানে বলে রাখি শুধুমাত্র টিকিট কনফার্ম হলে তবেই এই ডুপ্লিকেট টিকিট পাওয়া যায়। তবে কোন ওয়েটিং লিস্টের টিকিটের ক্ষেত্রে এমনটা সম্ভব নয়।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর