বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন পূর্বে এলাকায় যুব তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে আর এবার রায়গঞ্জের (Raigunj) রামপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলা নেওয়ার অভিযোগ ঘিরে পুনরায় একবার শোরগোল ছড়িয়ে পড়লো পঞ্চায়েত সংলগ্ন মহারাজা এলাকায়। এক্ষেত্রে পঞ্চায়েত প্রধান দীপঙ্কর কর্মকারের (Dipankar Karmakar) বিরুদ্ধে ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দীপঙ্করবাবু।
উল্লেখ্য, রায়গঞ্জ ব্লক এলাকায় প্লাই মিলের কারখানা এবং সেখানে যাতায়াত করা ভ্যান নিয়ে মূলত ঝামেলার সূত্রপাত। এক্ষেত্রে রায়গঞ্জের একাধিক এলাকা থেকে মহারাজা এলাকা হয়ে বিন্দোলে প্লাই এবং কাঠ বোঝাই করে নিয়ে আসে ভ্যানগুলি।
সূত্রের খবর, এই সকল ভ্যানগুলি কারখানা থেকে মাল বোঝাই করে নিয়ে আসার সময় মাঝপথে তাদের গাড়ি আটকায় পঞ্চায়েত প্রধান দীপঙ্কর কর্মকার অনুগামী দুষ্কৃতীরা এবং পরবর্তীতে প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে তোলা আত্মসাৎ করা হয়।
বর্তমানে এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এক্ষেত্রে অধিকাংশ ভ্যান চালকদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে তার অনুগামীরা বলপূর্বক ২০০ টাকা করে তোলা আত্মসাৎ করে। এই ঘটনা প্রসঙ্গে প্লাই কারখানার এক মালিক সোলেমান আলি বলেন, “বেআইনিভাবে ভুটভুটি ভ্যান চালকদের কাছ থেকে ২০০ টাকা করে তোলা নিয়ে চলেছে পঞ্চায়েত প্রধান দীপঙ্কর কর্মকার এবং তার অনুগামীরা।” এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
যদিও এ সকল অভিযোগ এক প্রকার উড়িয়ে দিয়েছেন দীপঙ্কর কর্মকার। তিনি বলেন, “আমি কারোর থেকে টাকা নিয়েছি কিংবা তোলা আদায় করেছি, তা সামনে এসে প্রমাণ করা হোক। এটা আসলে বিরোধীদের ষড়যন্ত্র। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করলে ঘটনার আসল সত্যতা সবার সামনে উঠে আসবে।”