বাংলাহান্ট ডেস্কঃ এবার ইভিএম বদলানোর মত গুরুতর অভিযোগ তুলে মেদিনীপুরে (Medinipur) বিক্ষোভ দেখায় তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। যা নিয়ে গতকাল সন্ধ্যায় তুমুল উত্তেজনা তৈরি হয় মেদিনীপুরের মোহনানন্দ স্কুলে। ওই স্কুলে ২০২ থেকে ২০৬ বুথের ভোট গ্রহণ হয়েছে। তবে সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া মিটলেও, সন্ধ্যায় বাঁধে বিপত্তি।
জানা গিয়েছে, সন্ধ্যায় ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হতেই পোলিং অফিসারদের উপস্থিতিতে ইভিএম মেশিন সিল করা হয়। তবে অভিযোগ উঠেছে, একজন পোলিং অফিসারের (Polling Officer) সহযোগিতায় কেন্দ্রীয় বাহিনী (Central Force) একটি ইভিএম মেশিন অন্যত্র নিয়ে চলে যায়। পরে অন্য একটা জায়গা থেকে একটা ইভিএম আনা হয় ৷ কেন তেমনটা হচ্ছে জানতে চাইলে তৃণমূল কর্মী ও জাওয়ানদের মধ্যে বচসা বাঁধে। এমনকি তাদের উপর চড়াও হয় কেন্দ্রীয় বাহিনী বলে খবর।
তারপরই অবস্থান বিক্ষোভে বসে তৃণমূলের নেতা-কর্মীরা। তারা দাবি জানায় সিল করা ইভিএম খুলে দেখাতে হবে। তবে তেমনটা না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল সমর্থকরা। জেলা নেতৃত্বকে খবর দিলে, তারা এসে গোটা স্কুল ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পোলিং অফিসার ও কেন্দ্রীয় বাহিনী স্কুলের মধ্যে ঢুকিয়ে তালা লাগিয়ে দেওয়ার খবর জানা যাচ্ছে। প্রায় ৩ ঘণ্টা সেই বিক্ষোভ চলে।
পরে অবশ্য বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে বিক্ষোভকারীদের থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পোলিং অফিসার ও জাওয়ানদের। এমনকি কড়া নিরাপত্তা মধ্য দিয়ে ইভিএম সেখান থেকে নিয়ে যাওয়া হয়।