‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প শুরু হওয়ার আগেই কাটমানি খাওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার চার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ‘দুয়ারে সরকার’ শুরুর আগেই পাওয়া যাচ্ছে ‘লক্ষ্মীভাণ্ডার প্রকল্প’-র ফর্ম! আর তা ফিলআপ করে দেওয়ার জন্য নেওয়াও হচ্ছে ৬০ টাকা। এমনই খবর সামনে এসেছে, জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ থেকে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন, গ্রেফতার করা হয় ৪ জনকে।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরপরই ‘লক্ষ্মীভাণ্ডার প্রকল্প’-র ফর্ম দেওয়া নিয়ে কাটমানির অভিযোগ উঠল জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে। ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির রাজগঞ্জের স্থানীয় আমবাড়ি থানার কামারভিটা এলাকায়। অভিযোগ, সেখানেই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত এক মহিলা, ইন্টারনেট থেকে ‘লক্ষ্মীভাণ্ডার প্রকল্প’-র ফর্ম ডাউনলোড করে বিলি করছেন। আর তা ফিলআপ করে দেওয়ার জন্য নিচ্ছেন ৬০ টাকা করে। গত কয়েকমাস ধরে ফর্ম ফিলআপ করে দেওয়ার নাম করে এভাবেই টাকা তুলছিলেন ওই মহিলা।

এই ঘটনার বিষয়ে অভিযুক্তদের গ্রেফতারের পর নবান্ন থেকে জানানো হয়, ‘লক্ষ্মীভাণ্ডার প্রকল্প’-র দুর্নীতির অভিযোগে জলপাইগুড়ি থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা এলাকাবাসীর থেকে ৪০-৫০ টাকার বিনিময়ে ফর্ম দিয়ে ফিলআপ করছিল। তাঁরা কম্পিউটার ও জেরক্স মেশিনের সাহায্যে এই সমস্ত ফর্ম বের করছিলেন। পুলিশ তাঁদের কম্পিউটার, জেরক্স মেশিন ও প্রিন্টার সবকিছুই বাজেয়াপ্ত করেছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষণা করেছিলেন, ‘মহিলাদের স্বনির্ভর করতে চালু করা হচ্ছে ”লক্ষ্মীভাণ্ডার প্রকল্প”। ১ লা সেপ্টেম্বর থেকেই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন মহিলারা। যার মাধ্যমে তপশিলী জাতি-উপজাতির মহিলারা মাসে ১ হাজার টাকা এবং সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে পাবেন ৫০০ টাকা করে। আর এই প্রকল্পের ফর্ম দেওয়া হবে ১৬ ই আগস্ট থেকে ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে আয়োজিত ”দুয়ারে সরকার” কর্মসূচীর মাধ্যমে। সেখানে গিয়েই আবেদন করতে হবে’।

X