পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ না করানোয় সরকারি ইঞ্জিনিয়ারকে মারধর তৃণমূল নেতার!

বাংলা হান্ট ডেস্কঃ শাসক দলের পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করানোর জন্য সরকারি ইঞ্জিনিয়ারকে মারধর করল তৃণমূলের নেতা। সরকারি ওই ইঞ্জিনিয়ারকে খুনের চেষ্টাও করার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে মালদা জেলায়। ঘটনায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। যদিও তৃণমূল নেতা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন।

বুধবার পঞ্চায়েত অফিস থেকে বের হওয়ার সময় পঞ্চায়েত সমিতির বাস্তুকারের উপর দলবল নিয়ে হামলা করেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী। নিগৃহীত ইঞ্জিনিয়ারের অপরাধ ছিল, তিনি ওই নেতার কথামতো ওনার পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করান নি।

সরকারি অফিসারকে মারধরের ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করে হয়েছে। যদিও, ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল নেতা।

আরেকদিকে, বিজেপি এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়ে নি। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছে যে, আইনের আওতায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর