কি বন্ধুত্ব! জলে ভাসতে ভাসতে কুমিরকে ‘হাই ফাইভ’ কচ্ছপের, চরম ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।

শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

Screenshot 2020 09 05 19 27 14 515 com.twitter.android
ভিডিওতে দেখা গিয়েছে কুমির (alligator) ও কচ্ছপের (turtle) গভীর বন্ধুত্ব। দুজনেই জলের প্রাণী। জলের মধ‍্যেই দিব‍্যি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে দুজনের মধ‍্যে। সে কুমির যতই হিংস্র হোক না কেন, বন্ধু কচ্ছপের সামনে সে এক্কেবারে শান্ত। আবার দুই বন্ধুকে ‘হাই ফাইভ’ করতেও দেখা গিয়েছে ভিডিওতে।

ভিডিওতে দেখা যায়, জলের মধ‍্যে ভেসে বিশ্রাম করছে একটি বিশালাকার কুমির। এমন সময় তার কাছে ভাসতে ভাসতে আসে এক কচ্ছপ। কুমিরের পাশ দিয়ে যাওয়ার সময় টুক করে হাই ফাইভ করে চলে যায় কচ্ছপটি।

ভিডিওটি এখন ভাইরাল নেট দুনিয়ায়। টুইটারে ৬০ লক্ষ ভিউ ছাড়িয়ে গিয়েছে ভিডিওতে। লাইক পড়েছে ৪১ হাজারেরও বেশি। নেটিজেনরা নানা রকম মজার কমেন্ট করছে ভিডিওতে। অনেকে লিখেছেন, কুমিররা কচ্ছপ খেলেও এখানে অন‍্যরকমই বন্ধুত্ব দেখা গিয়েছে। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও রিটুইট করেছেন এই ভিডিও।

https://twitter.com/GatorsDaily/status/1301898055596285953?s=19

অবশ‍্য এমন অসম বন্ধুত্ব নতুন নয়। এর আগে এক টিয়া ও বিড়ালের বন্ধুত্বের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, বিড়াল বন্ধুর কান পরিষ্কার করে দিচ্ছে টিয়া। আবার কখনও মুখের মধ্যে ঠোঁট ঢুকিয়ে দিচ্ছে, আদর করে কামড় বসাচ্ছে নাকে।

কিন্তু বিড়াল একটু আরামপ্রিয়। তার এসবে কোনও হেলদোল নেই। বিড়াল ও টিয়ার এই মিষ্টি বন্ধুত্বের ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা এমন অবাক কাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তাদের বক্তব্য, এমনটাও যে হয় তা এই প্রথমবার দেখলেন তারা।


Niranjana Nag

সম্পর্কিত খবর