‘জওয়ান’ ছবিতে নয়া চমক, শাহরুখের সঙ্গে বলিউড ডেবিউ করছেন আল্লু অর্জুন!

বাংলাহান্ট ডেস্ক : বক্স অফিসে অব্যাহত ‘পাঠান’ (Pathan) ঝড়। এখনও পর্যন্ত গোটা বিশ্বজুড়ে প্রায় ৯৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে শাহরুখ (Shah Rukh Khan)-দীপিকা (Dipika Padukone)অভিনীত এই ছবি। এখনও হলগুলিতে জমছে অনুরাগীদের ভিড়। আর এবার ‘পাঠান’ ঝড়ের মাঝেই ফের দর্শকদের সুখবর শোনালো বলিউড। চলতি বছরেই ফের নয়া লুক নিয়ে আসছেন শাহরুখ খান। বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরেই আনন্দে মেতে উঠেছেন শাহরুখ ভক্তরা।

‘পাঠান’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সালমান খানকে। আর এবার কিং খানের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অরবিন্দ। হলে দর্শকদের ভিড় বাড়াতে এবার নয়া উদ্দ্যোগ বলিউডের এমনটাই মনে করছেন অনেকেই। চলতি বছরেই ফের ধামাকা নিয়ে আসছে শাহরুখের ‘জওয়ান’। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি দক্ষিণী সুপারস্টারের।

Shah Rukh Khan With Allu Arjun

গোটা দেশে এখন একটাই আলোচনা, আর তা হল শাহরুখ খানের ‘পাঠান’। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে ফিল্ম ক্রিটিকদের জলসা। সবেতেই এখন রাজ করছে ‘পাঠান’ ভালো খারাপ সব মিলিয়েই ছবিটি এখন লাইমলাইটে। দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরে কামাল দেখিয়েছেন বলিউড বাদশা। সত্যি বলতে শেষ কবে হিন্দি ছবি নিয়ে এমন উত্তেজনা তৈরি হয়েছিল, তা মনে করা সত্যিই কঠিন।

Shah Rukh Khan-Allu Arjun

‘বয়কট বলিউড ট্রেন্ড’-কে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক রেকর্ড ভাঙছে ‘পাঠান’। এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোন, জন ইব্রাহিম সহ আরও বেশ কয়েক অভিজ্ঞ তারকাদের। প্রথম থেকে এই ছবির পাশে দাঁড়িয়েছেন বলিউডের তারকারা।

Shah Rukh Khan-Allu Arjun

যদিও ২০২২ সালটা মোটেই ভালো ছিল না বলিউডের। দক্ষিণী ছবির ভিড়ে হারিয়ে গেছিল বলিউড। তবে নতুন বছরের শুরুতেই ফের বাজিমাত। লম্বা লিস্টে অপেক্ষায় একের পর এক ছবি। শুরুটা হয়ে গেল শাহরুখ খানের হাত ধরে এককথায় বলতে গেলে বলিউডকে অক্সিজেন জোগাল শাহরুখের ‘পাঠান’। আর চলতি বছরেই বাক্স অফিসে ঝড় তুলতে আসছে শাহরুখের আর এক ছবি ‘জওয়ান’।

additiya

সম্পর্কিত খবর