বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে মঙ্গলবার ইস্তফাপত্র জমা দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ (Amarinder Singh)। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাঞ্জাবের রাজ্যপালের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দিলে ক্যাপ্টেন। সেইসঙ্গে ৮০-র দরজায় দাঁড়িয়ে ক্যাপ্টেন ঘোষণা করলেন নতুন দলের নামও।
সম্প্রতি কংগ্রেসের মধ্যেকার তিক্ততার সম্পর্কের কারণে পদ ছাড়তে বাধ্য হন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সেই জায়গায় অর্থাৎ পাঞ্জাব কংগ্রেসের প্রধান পদে নিয়ে আসা হয় নভজ্যোৎ সিং সিধুকে। কিন্তু মুখ্যমন্ত্রী আসন ছাড়তেই, সেই পদও ত্যাগ করেন সিধু।
মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে কংগ্রেসের নেতাদের উপর ক্ষোভ উগরে দিতে থাকেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, দলে তাঁকে অপমান করা হয়েছে আর এই কারণেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন।
এরপর আবার তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে যেতেও দেখা গিয়েছিল। যা দেখে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। কিন্তু সেসব জল্পনাকে উড়িয়ে দিয়ে ৪৫ মিনিটের শাহী বৈঠক শেষে তিনি ট্যুইটে জানিয়েছিলেন, কৃষক আইন নিয়েই কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কেন্দ্রের পেশ করা কৃষি আইন নিয়ে কৃষক এবং মোদী সরকারের মধ্যে চলতে থাকা সমস্যা নিয়েই আলোচনা হয়েছে।
Punjab Lok Congress is the name of former CM Captain Amarinder Singh's new party, he announces pic.twitter.com/6jnzCj7s5y
— ANI (@ANI) November 2, 2021
তবে সেসব এখন অতীত। মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করে রাজ্যপালকে ইস্তফাপত্র দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। সেইসঙ্গে ঘোষণা করে দিলেন নিজের নতুন দলের নামও। ৮০-র দোরগোড়ায় দাঁড়িয়ে ক্যাপ্টেন নতুন দল তৈরি করে নাম দিলেন ‘পাঞ্জাব লোক কংগ্রেস’ (Punjab Lok Congress)। পাশাপাশি দল ছাড়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস সভাপতি সোনিয়া গাঁধীকে সাত পাতার একটি চিঠিও দেন তিনি।