জল্পনার অবসান! সোমবারই বিজেপিতে যোগদানের পথে অমরিন্দর সিং, পাবেন এই নয়া দায়িত্ব

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিনের প্রতীক্ষা অবশেষে শেষ হলো। পাঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarindar Singh) শেষ পর্যন্ত যোগদান করতে চলেছেন বিজেপিতে (Bharatiya Janata Party)। ফলে একদিকে সুনীল জাখর আর এবার পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পাঞ্জাব লোক কংগ্রেস দলের প্রধান, উভয়ের যোগদান পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক ক্ষমতা বহুগুনে বৃদ্ধি করবে বলেই মত বিশেষজ্ঞদের।

উল্লেখ্য, সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দেশের প্রতিটি রাজ্যে নিজেদের সংগঠন মজবুত করতে মরিয়া ভারতীয় জনতা পার্টি। যদিও সম্প্রতি বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বিজেপি, উভয় দলকে পরাজিত করে জয়ী হয় আম আদমি পার্টি। তবে হাল ছাড়তে নারাজ বিজেপি আর বর্তমানে অমরিন্দর সিংয়ের বিজেপিতে যোগদান সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করে তুলল বলেই মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, আগামী সোমবার অমরিন্দর সিংয়ের যোগদানের পাশাপাশি তাঁর নয়া দল পাঞ্জাব লোক কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে যাবে বলে খবর সামনে আসছে।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির সঙ্গে জোট বাঁধলেও সেক্ষেত্রে পরাজয় জোটে ভাগ্যে! এমনকি, নিজ বিধানসভা কেন্দ্র থেকেও বিশেষ ফায়দা তুলতে পারেননি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এবার বিজেপিতে যোগদান তাঁর ভাগ্য ফেরাতে পারে কিনা, সে দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী।

bjp flag 6

প্রসঙ্গত, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির তরফ থেকে অমরিন্দর সিংকে প্রধান মুখ করা হতে পারে বলে জল্পনা উঠতে থাকে। তবে অবশেষে তার স্থানে জগদীপ ধনখড়কে পদপ্রার্থী বেছে নেয় বিজেপি। বিশেষজ্ঞদের মতে, পরবর্তী সময়ে পাঞ্জাবে রাজনৈতিক চিত্র বেশ খানিকটা বদলাতে চলেছে। এক্ষেত্রে সম্প্রতি বিজেপিতে যোগদান করা সুনীল জাখরের পাশাপাশি অমরিন্দর সিংয়ের ওপরেও দলীয় সংগঠন মজবুত করার দায়িত্ব দেওয়া হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Sayan Das

সম্পর্কিত খবর