প্রবল বৃষ্টি এবং বন্যা সতর্কতার মধ্যে, মেঘভাঙা বৃষ্টির ফলে অমরনাথ গুহার কাছে বন্যা দেখা দিয়েছে। প্রবল স্রোতের সাথে আসা জল নোঙর ও বিপুল সংখ্যক তাঁবু ভাসিয়ে নিয়ে চলে যায়। প্রাথমিকভাবে এই প্রাকৃতিক বিপর্যয়ে ১৩ জন নিহত এবং চল্লিশের বেশি নিখোঁজ বলে জানা গিয়েছে। আহতদের বিমানে করে নিয়ে যাওয়া হচ্ছে।
এনডিআরএফ, এসডিআরএফ সহ বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত সমস্ত সংস্থা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে। এনডিআরএফের মহাপরিচালক অতুল কারওয়াল জানিয়েছেন, দশজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চল্লিশটি তাঁবু ভেসে গিয়েছে আর এর ভিত্তিতেই নিখোঁজদের সংখ্যা নির্ধারণ করা হচ্ছে।
গুহার ঠিক সামনে লাগানো তাঁবু থেকে লোকজনকে তাৎক্ষণিকভাবে পাহাড়ের ঢালে নিরাপদে নিয়ে আসা হয়। বলা হচ্ছে, বিকেল সাড়ে ৫টার দিকে মেঘ ফেটে যাওয়ার কারণে হঠাৎ ওপরের বাম দিক থেকে প্রবল স্রোতে জল আসে। সেই সময় হাজার হাজার ভক্ত বৃষ্টির মধ্যে গুহার সামনে তাদের তাঁবুতে ছিলেন।