মুখেই ধর্মনিরপেক্ষতার বাণী, বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের দায় ইউনূসের ঘাড়েই চাপালেন অমর্ত্য

বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে সংষ্কার এবং শাসন প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা সরকারকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসানো হয়েছিল মহম্মদ ইউনূসকে। কিন্তু তদারকি সরকারের গঠনের পর থেকেই বাংলাদেশে (Bangladesh) বেড়েছে হিংসা, অশান্তির ঘটনা। পড়শি দেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলার ঘটনা বারে বারে জায়গা করে নিয়েছে সংবাদ শিরোনামে। ভারত বিষয়টি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদের সুর চড়ালেও ইউনূস সরকার বারংবার দাবি করেছে, কোনো হামলাই নাকি সাম্প্রদায়িক নয় এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু নির্যাতনের দায় তিনি চাপিয়েছেন ইউনূসের উপরে।

বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের উপরে হামলায় সরব অমর্ত্য সেন

সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, বাংলাদেশে (Bangladesh) হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলা, মন্দিরে ভাঙচুরের ঘটনা প্রতিরোধ করা সরকার এবং জনগণের দায়িত্ব ছিল। মহম্মদ ইউনূসের ব্যাপারে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ইউনূস তাঁর অনেক পুরনো বন্ধু। তাঁর সামর্থ্য রয়েছে। বাংলাদেশে (Bangladesh) ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে আগেও কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।

Amartya sen opened up about minority crisis in Bangladesh

ইউনূসকে নিয়ে কী বললেন: অমর্ত্য সেন বলেন, ইউনূসের উপরে তাঁর আস্থা রয়েছে। কেউ যদি হঠাৎ করে কোনো দেশের প্রধান হয়ে যান তাহলে তাঁকে বিভিন্ন গোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে। সেখানে যেমন বিভিন্ন ইসলামপন্থী দল যেমন আছে, তেমনি হিন্দুদেরও অনেক পক্ষ রয়েছে। তিনি আরো বলেন, অতীত থেকে শিক্ষা নিয়েই সাম্প্রদায়িক হিংসা প্রতিরোধ করা জরুরি। বাংলাদেশে (Bangladesh) ধর্মনিরপেক্ষতার চর্চা বজায় থাকুক, এটাই চান অমর্ত্য সেন।

আরো পড়ুন : থানার সামনে ধর্নার পর এবার পুলিশের হাতেই আটক IIT বাবা! কারণটা জানলে চোখ উঠবে কপালে

বাংলাদেশে পরিস্থিতি উদ্বেগজনক: প্রসঙ্গত, বাংলাদেশে (Bangladesh) অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে পরিস্থিতি আরো বিগড়েছে। সংখ্যালঘুদের উপরে অত্যাচার তো রয়েছেই, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মূল্যবৃদ্ধি। রমজান মাসে সব জিনিসের দামই আকাশছোঁয়া। এর মাঝেই আবার বিভিন্ন মহল (Bangladesh) থেকে সাম্প্রদায়িক উস্কানিও রয়েছে অব্যাহত।

আরো পড়ুন : লাগাতার পতনের পর দুরন্ত কামব্যাক, ডলারের তুলনায় একধাক্কায় দাম বাড়ল রুপির

যারা একসময় ইউনূসকে সিংহাসনে বসিয়েছিলেন, এখন তারাই তাঁর গদি কেড়ে নিতে তৎপর। বাংলাদেশের অন্দরেই ইউনূস বিরোধী সুর চড়ছে। অন্যদিকে নির্বাচনে দেরি হওয়ায় বিএনপিও সোচ্চার হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশে কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন ইউনূস।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর