বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বিশ্বের একাধিক বৃহৎ সংস্থা বিনিয়োগের ক্ষেত্রে ভারতকে (India) বেছে নিয়েছে। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মূলত, এবার অ্যামাজন ভারতে তাদের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের জন্য আগামী ৫ বছরে ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি (ভারতীয় মুদ্রায় ৩১ লক্ষ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, ২০১০ সাল থেকে কোম্পানিটি ইতিমধ্যেই ভারতে প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই নতুন বিনিয়োগ মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) থেকে শুরু করে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক নেটওয়ার্ককে শক্তিশালী করতে ব্যয় করা হবে।
ভারতে বিপুল বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের:
কুইক কমার্সে ক্রমবর্ধমান প্রতিযোগিতা: জানিয়ে রাখি যে, অ্যামাজন এমন এক সময়ে এই বিরাট বিনিয়োগের পরিকল্পনা করছে যখন কুইক কমার্স বা ১০ মিনিটের ডেলিভারির বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই বিভাগে অ্যামাজন ব্লিঙ্কিট থেকে শুরু করে সুইগি ইন্সটামার্ট, জেপ্টো, টাটা বিগবাস্কেট এবং ফ্লিপকার্ট মিনিটসের মতো কোম্পানিগুলির কাছ থেকে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। অ্যামাজন জানিয়েছে যে, তারা বেঙ্গালুরুতে, দিল্লি-এনসিআর এবং মুম্বাইতে প্রতিদিন ২ টি নতুন ডার্ক স্টোর যুক্ত করছে এবং বছরের শেষ নাগাদ এই সংখ্যা ৩০০-তে পৌঁছবে।

খরচ এবং লোকসান কমছে: উল্লেখ্য যে, গত অর্থবর্ষে অ্যামাজনের ভারতীয় ইউনিটগুলি ব্যয় কমিয়ে তাদের লোকসান উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। কোম্পানির ৪ টি প্রধান ইউনিট অ্যামাজন সেলার সার্ভিসেস, অ্যামাজন ট্রান্সপোর্ট সার্ভিসেস, অ্যামাজন হোলসেল এবং অ্যামাজন পে প্রত্যেকেই ২০২৫ অর্থবর্ষে লোকসানের ক্ষেত্রে উল্লেখযোগ্য হ্রাসের কথা জানিয়েছে। অ্যামাজন সেলার সার্ভিসেসের অপারেশনাল আয় ২০২৫ অর্থবর্ষে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০,১৩৯ কোটিতে পৌঁছেছে। যা ২০২৪ অর্থবর্ষে ১৪ শতাংশ বৃদ্ধির চেয়ে বেশি।
আরও পড়ুন: হাতে রয়েছে ৬৪ কোটি টাকা! নিলামে এই ৪ খেলোয়াড়ের দিকে বিশেষ নজর থাকবে KKR-এর
ভারতে ছোট ব্যবসার ওপর মনোযোগ: ইতিমধ্যেই অ্যামাজনের এসভিপি অমিত আগরওয়াল জানান যে, কোম্পানিটি ভারতের ছোট ব্যবসাগুলিকে ডিজিটালভাবে শক্তিশালী করার জন্য ক্রমাগত বিনিয়োগ করছে। তাঁর মতে, অ্যামাজন দেশে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে এবং আগামী বছরগুলিতে সংস্থাটি ছোট ব্যবসাগুলিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং প্রযুক্তির সুবিধা প্রদানের ওপর মনোনিবেশ করবে।
AI এবং ক্লাউডে বিনিয়োগ ত্বরান্বিত করা: জানিয়ে রাখি যে, ২০২৩ সালের মে মাসে, অ্যামাজন ২০৩০ সালের মধ্যে ভারতে ১২.৭ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে। যার মধ্যে তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রে বৃহৎ আকারের ক্লাউড এবং এআই পরিকাঠামো নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিটি জানিয়েছে যে, এই বিনিয়োগ ভারতের ১ কোটি ৫০ লক্ষ ছোট ব্যবসাকে AI-এর সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করবে। উল্লেখ্য যে, মাইক্রোসফ্ট এবং গুগলের মতো গ্লোবাল প্রযুক্তি সংস্থাগুলিও ভারতে বৃহৎ আকারের AI বিনিয়োগের ঘোষণা করেছে। যা সামগ্রিকভাবে ভারতকে একটি টেক হাব হয়ে ওঠার দিকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চলেছে।












