বাংলা হান্ট ডেস্কঃ করোনা আবহে চাকরিপ্রার্থীদের অবস্থা এখন খুবই শোচনীয়। বিশেষত অর্থনৈতিক ধ্বসের কারণে চাকরি হারিয়েছেন অনেকেই। তবে এবার চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এলো ই-কমার্স সংস্থা অ্যামাজন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকা-ভারত জাপান ও জার্মানি মিলিয়ে মোট ৫৫০০০ প্রফেশনাল নিয়োগ করবে তারা। যদিও এর মধ্যে ৪০ হাজার প্রফেশনালকে নিয়োগ করা হবে আমেরিকায়। বাকিদেরকে “অ্যামাজন কেরিয়ার ডে’-র মাধ্যমে বেছে নেওয়া হবে অন্যান্য দেশগুলির জন্য।
সংস্থার নতুন সিইও অ্যান্ডি জ্যাসি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, খুচরো, ক্লাউড এবং বিজ্ঞাপন -সহ অন্যান্য ব্যবসায়ের চাহিদা পূরণের জন্য কোম্পানির আরও অনেক বেশি ফায়ার পাওয়ার দরকার। সেই সূত্র ধরেই আগামী ১৬ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ১০ টায় একটি চাকরি মেলার আয়োজন করতে চলেছে অ্যামাজন। জানিয়ে রাখা দরকার, অ্যামাজন কেরিয়ার ডে নামক এই মেলাতে যোগদান করতে কোনরকম আবেদন মূল্য দিতে হবে না আপনাকে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “এই ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্সটি সমস্ত ধরনের চাকরি প্রার্থীদের জন্য। এর জন্য আপনি যেকোনও প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারেন। আপনি অ্যামাজনে চাকরি করতে আগ্রহী হতেও পারেন বা নাও হতে পারেন।”
আসুন জেনে নেওয়া যাক আমাজনের চাকরি মেলায় যোগদান করতে কি করতে হবে আপনাকেঃ
★এর জন্য প্রথমেই আপনাকে https://www.amazoncareerday.com/india/home- এ ক্লিক করতে হবে।
★এরপর “রেজিস্টার নাউ” -এ ক্লিক করতে হবে। তারপর সম্পূর্ণ নথিপত্র দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে আপনাকে।
★যদিও জানিয়ে রাখি অ্যামাজন ক্যারিয়ার ডে-তে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের দরকার নেই। কিন্তু যদি অ্যামাজন এইচআর প্রতিনিধির সাথে কেরিয়ার কোচিং সেশনে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।