পাত্তা পাবে না আরব! এবার ভারতেই জলের দরে পেট্রোল-ডিজেল, দেশবাসীকে সুখবর দিতে চলেছেন আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দাম (Petrol-Diesel Price) এখন প্রত্যেকেরই পকেটে টান ফেলছে। পাশাপাশি, এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনকি, গত বছর রাশিয়া (Russia ) থেকে সস্তায় তেল আমদানি করার পরও ভারতীয়রা সস্তায় তেল পাননি। কিন্তু, এবার এই পরিস্থিতি বদলাতে চলেছে। উল্লেখ্য যে, ২০২৪ সালে দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার জনসাধারণকে আকৃষ্ট করতে অনেকগুলি পরিকল্পনা নিয়ে আসতে পারে।

ইতিমধ্যেই, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। পাশাপাশি, এবার আগামী মাসে বাজেটও পেশ হতে চলেছে। সরকার ওই বাজেটে জনগণের জন্য একাধিক উপহার আনতে পারে। তবে, এরই মধ্যে একটি বড় সুখবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শিল্পপতি মুকেশ আম্বানি ফের একটি বড় কাজ করতে চলেছেন। যার ফলে আপনি পেট্রোল এবং ডিজেলের উচ্চমূল্য থেকে মুক্তি পেতে পারেন।

Ambani is going to give good news to the countrymen regarding energy

 নির্বাচনের পর ঘোষণা করা হয়: উল্লেখ্য যে, গত বছরের ডিসেম্বরে ৫ টি রাজ্যে নির্বাচনের পর পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল যে, ভারত সেই সমস্ত দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করবে যেগুলিতে কোনো নিষেধাজ্ঞা নেই। এমতাবস্থায়, ভারত এখন ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করছে।

আরও পড়ুন: হাসিমুখে চোখের পলক ফেলছেন রামলালা! প্রাণপ্রতিষ্ঠার পরে এই “লীলা” দেখে মুগ্ধ ভক্তরা, ভাইরাল ভিডিও

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৯ সালে ভেনেজুয়েলার ওপর আরোপিত সেকশন সরিয়ে ফেলা হয়েছিল। পাশাপাশি, ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার রয়েছে এমন দেশগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে। বিবেচিত হয়। কমোডিটি মার্কেট অ্যানালিটিক্স ফার্ম Kapler-এর রিপোর্ট অনুযায়ী, ভেনেজুয়েলা থেকে শেষবার ভারতে অপরিশোধিত তেল আমদানি করা হয়েছিল ২০২০ সালের নভেম্বরে।

আরও পড়ুন: প্রতি মাসে মিলবে বিপুল টাকা! চাকুরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য এবার এল দুর্দান্ত সুখবর

সস্তায় মিলবে তেল: এদিকে, ভেনেজুয়েলা থেকে তেল আমদানির সবুজ সংকেত পাওয়ার পর ভারতের একাধিক তেল কোম্পানি ভেনেজুয়েলা থেকে তেলের জন্য সরাসরি চুক্তি করেছে। এই সংস্থাগুলির মধ্যে একটি বড় নাম হল আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিপোর্ট অনুসারে, ওই সংস্থাটি এখনও পর্যন্ত তেলের তিনটি ট্যাঙ্কার বুক করেছে। যা এই মাসে ভারতে আসবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ছাড়াও নয়ারা এনার্জি লিমিটেড ইতিমধ্যেই ভেনেজুয়েলা থেকে ভারতে তেল আমদানি করছে। এমতাবস্থায়, রিলায়েন্সের এই চুক্তির পরে, পেট্রোল এবং ডিজেলের বর্ধিত দাম থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর