বড় ক্ষতির সম্মুখীন আম্বানি! মাত্র ২৪ ঘন্টায় এই দুই কোম্পানি থেকে হারালেন ৩৮,৩৩৪ কোটি টাকা

বাংলা হান্ট ডেস্ক: মাত্র ২৪ ঘন্টার মধ্যে বিপুল ক্ষতির সম্মুখীন হলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মূলত, দু’টি কোম্পানির শেয়ারে বিরাট পতনের ফলে আম্বানি ৩৮,৩৩৪ কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। জানা গিয়েছে যে, Jio Financial Services-এর পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে পতন পরিলক্ষিত হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Jio Financial Services-এর শেয়ারে পতন: ২০২৩ সালের অগাস্টে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানির শেয়ারে মঙ্গলবার ৬.৭১ শতাংশ অর্থাৎ ১৭.৯০ টাকা পতন হয়েছে এবং কোম্পানির শেয়ার ২৪৮.৯০ টাকায় বন্ধ হয়েছে। তবে, ট্রেডিং সেশনে কোম্পানির শেয়ার ২৪৬.৫০ টাকার লোয়ার লেভেলে পৌঁছেছিল। কোম্পানিটির শেয়ার দরপতনের সঙ্গেই ওপেন হয়েছিল। এই পতনের কারণে কোম্পানিটির মার্কেট ক্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার, ওই কোম্পানির মার্কেট ক্যাপে ১১,৩৭২.৩৭ কোটি টাকার পতন হয়েছে। এর ফলে কোম্পানির বর্তমানে মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে ১,৫৮,১৩৩.১২৪ কোটি টাকায়।

Ambani suffered a huge loss

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Jio Financial Services-এর শেয়ারের পতনের আসল কারণ হল দুর্বল ত্রৈমাসিক ফলাফল। যেটি গত ১৫ জানুয়ারি সন্ধ্যে নাগাদ সামনে এসেছিল। ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির মুনাফা ছিল ২৯৪ কোটি টাকা। যা আগের ত্রৈমাসিকের তুলনায় ৫৬ শতাংশ কম। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফা ছিল ৬৬৮ কোটি টাকা। এদিকে, কোম্পানির আয় ডিসেম্বর ত্রৈমাসিকে ৪১৪ কোটি টাকা কমেছে। যা সেপ্টেম্বর ত্রৈমাসিকে ১,২৯৪ কোটি টাকা ছিল।

আরও পড়ুন: চিন পাবে জোর ঝটকা! ভারতের সঙ্গে হাত মেলাচ্ছেন ইলন মাস্ক, দেশে তৈরি হতে চলেছে সবথেকে বড় প্ল্যান্ট

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারও কমেছে: অন্যদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারেও পতন পরিলক্ষিত হয়েছে। টানা পাঁচটি ব্যবসায়িক দিনে বিশাল বৃদ্ধির পরে, কোম্পানির শেয়ার ১.৪৩ শতাংশ হ্রাস পেয়ে ২,৭৪৭.৬৫ টাকায় বন্ধ হয়েছে। তবে, ট্রেডিং সেশনে কোম্পানির শেয়ার ২,৭৪১ টাকার লোয়ার লেভেলে পৌঁছে যায়।

আরও পড়ুন: এক চার্জে স্মার্টফোন চলবে ৫০ বছর! আশ্চর্য ব্যাটারি আবিষ্কার করে বিশ্বকে তাক লাগাল চীন

এদিকে, একদিন আগেই কোম্পানির শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ ২,৭৯২.৬৫ টাকায় পৌঁছেছিল। বাজারের এই পতনের কারণে কোম্পানিটির মার্কেট ক্যাপও কমেছে। এক দিন আগে, কোম্পানির মার্কেট ক্যাপ ছিল ১৮,৮৫,৯৩৪.৫২ কোটি টাকা। যা আজ বাজার বন্ধের সময়ে ১৮,৫৮,৯৭৩.২৬ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ, কোম্পানির মার্কেট ক্যাপ ২৬,৯৬১.২৬ কোটি টাকা কমেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর