মা হতে গিয়েই মৃত‍্যু হবে গুনগুনের? ‘খড়কুটো’র স্লট বদল হতেই নতুন সিরিয়ালে ‘পটকা’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরেই একগুচ্ছ নতুন বাংলা সিরিয়ালের ঘোষনা হতে চলেছে। ইতিমধ‍্যেই জানা গিয়েছে স্টার জলসার এক সময়ের জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’কে (khorkuto) সরিয়ে তার জায়গায় আসছে নতুন সিরিয়াল ‘আলতা ফড়িং’। সন্ধ‍্যার স্লট থেকে নাম ছেঁটে দুপুরের স্লটে পাঠিয়ে দেওয়া হয়েছে সৌগুনের গল্পকে। এর মধ‍্যেই নতুন খবর দিলেন ‘পটকা’ ওরফে অম্বরীশ ভট্টাচার্য (ambarish bhattacharya)।

ফের এক নতুন গল্প নিয়ে আসছেন চিত্রনাট‍্যকার লীনা গঙ্গোপাধ‍্যায়। সেখানেই অভিনয় করতে দেখা যাবে অম্বরীশকে। শুটিং শুরু হতেও আর বেশি দেরি নেই। আগামী ৮-১০ জানুয়ারি থেকেই শুরু হবে নতুন সিরিয়ালের শুটিং। তবে এখনো না সিরিয়ালের নাম প্রকাশ‍্যে এসেছে আর না জানা গিয়েছে অম্বরীশের চরিত্রের ব‍্যাপারে।


তবে কি ‘খড়কুটো’ শেষ হয়ে যাওয়ার গুঞ্জনই কি সত‍্যি? সিরিয়ালের স্লট পরিবর্তন হওয়ার ঘোষনার পরেই গুঞ্জন ছড়িয়েছে ‘শ্রীময়ী’র মতো খড়কুটোও নাকি আর অল্প কয়েকদিনের অতিথি। আরো কানাঘুঁষো শোনা যাচ্ছে, সন্তান জন্ম দিতে গিয়েই নাকি মৃত‍্যু হবে গুনগুনের! সিরিয়াল শেষ হচ্ছে বলেই নতুন কাজ নিচ্ছেন অম্বরীশ?

সবটাই গুজব বলে উড়িয়ে দিয়ে আনন্দবাজার অনলাইনকে অভিনেতা জানান, খড়কুটো এখনো অনেকদিন চলবে। আর দুটো সিরিয়ালেই কাজ করবেন। জানা যাচ্ছে, সিরিয়ালের। গল্প এক পাহাড়ি মেয়েকে নিয়ে, যে চরিত্রে অভিনয় করবেন ‘ধ্রুব তারা’ খ‍্যাত শ‍্যামৌপ্তি। সিরিয়ালের নায়িকার স্বপ্ন আর্মি অফিসার হওয়ার। নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমিক রণজয় বিষ্ণুকে।

প্রসঙ্গত, আগামী ১০ জানুয়ারি থেকে নতুন সময় দুপুর আড়াইটের স্লটে দেখা যাবে খড়কুটো। অপরদিকে সন্ধ‍্যা সাড়ে সাতটায় শুরু হবে নতুন।সিরিয়াল আলতা ফড়িং। মনে করা হচ্ছে খড়কুটোর লাগাতার খারাপ পারফরম‍্যান্সের জন‍্যই এই ব‍্যবস্থা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরা দশ সিরিয়াল থেকে কাটা গিয়েছে খড়কুটোর নাম।

কিন্তু দর্শকদের মতে, এটা অবিচার করা হয়েছে খড়কুটোর সঙ্গে। নতুন সিরিয়াল আনলেও তা খড়কুটোর সমান কখনো হতে পারবে না বলে দাবি দর্শকদের। তাদের বক্তব‍্য, সিরিয়ালটা যদি বন্ধ করে দেওয়া হত তা আরো সম্মানের হত।

X